জৈবমুদ্রা বলতে কী বোঝায়?

জৈবমুদ্রা বলতে কী বোঝায়?

জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। জৈবমুদ্রা বলতে এই ATP কেও বোঝানো হয়।

Similar Posts