Similar Posts
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি?
মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণী কত প্রকার ও কি কি? মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. মেরুদণ্ডহীন প্রাণী (Invertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তারাই মেরুদণ্ডহীন প্রাণী। যেমন – Musca domestica (মাছি), Metaphire posthuma (কেঁচো) ইত্যাদি। ২. মেরুদণ্ডী প্রাণী (Vertebrata): যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে। যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।
শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কি?
শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কি? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস।
সংবেদনশীল কাকে বলে?
সংবেদনশীল কাকে বলে? উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। যেকোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া প্রদানকে বলে সংবেদনশীলতা বা উত্তেজিতা। প্রাণীদের মতো উদ্ভিদরাও পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে, পরিস্থিতি অনুযায়ী যথাযথ সাড়া প্রদান করে। এই সাড়া প্রদানের ক্ষমতা বা বিশেষ ধর্মকে বলা হয় সংবেদনশীলতা।
ব্যাক ক্রস কাকে বলে?
ব্যাক ক্রস কাকে বলে? F1 জনুর জীব এবং তার মূল পিতৃ-মাতৃর মধ্যে অথবা পিতৃ-মাতৃর অনুরূপ জিনোটাইপ বহনকারী কোনো জীবের মধ্যে সংঘটিত ক্রসকে ব্যাক ক্রস বলে। যেমন – AaBb × AABB অথবা AaBb × aabb
শ্বাসক্রিয়া কাকে বলে?
শ্বাসক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় দেহে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসক্রিয়া বলা হয়। স্নায়ুবিক উত্তেজনায় অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে নির্গত হয়।
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়?
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়? গলজি বস্তুতে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট্য ও সমান্তরাল সজ্জিত লম্বা ও চ্যাপ্টা নালিসদৃশ বস্তুগুলোই সিস্টারনি। গলজি বস্তুতে অবস্থিত বর্তুলাকার ফোস্কার মতো অংশগুলোই হলো ভেসিকল।