ঔষধতত্ত্ব বিজ্ঞান কাকে বলে?
চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধ (Medicine) সম্পর্কে আলােচনা করা হয় তাকে ঔষধতত্ত্ব বিজ্ঞান (Pharmacology) বলে। এই বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে ঔষধের প্রচ্ছন্ন গুণতত্ত্ব, চলন্ত গুণতত্ত্ব প্রভৃতি বিষয়ে আলােচনা করা হয়। এ ছাড়া ঔষধ সৃষ্টির ইতিহাস, উৎস, রাসায়নিক বৈশিষ্ট্য, প্রয়ােগের ফলাফল, কার্যপদ্ধতি, শােষণ, বিতরণ, বিপাক, বর্জন প্রভৃতিও ঔষধতত্ত্ব বিজ্ঞানের আলােচ্য বিষয়।