শিফট রেজিস্টার কাকে বলে?
শিফট রেজিস্টার কাকে বলে?
যে রেজিস্টারের মাধ্যমে প্রতিটি ক্লক সংকেতে ডেটার একটি বিটকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে সরানো যায় তাকে শিফট রেজিস্টার (Shift Register) বলে।
যে রেজিস্টারের মাধ্যমে প্রতিটি ক্লক সংকেতে ডেটার একটি বিটকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে সরানো যায় তাকে শিফট রেজিস্টার (Shift Register) বলে।
মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে প্রস্তুত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন। অপারেটরদের বর্তমান কয়েকশ প্যাকেজের সংখ্যা কমিয়ে ৯৫টিতে আনতে হবে। আগামী মার্চ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বিটিআরসি ইতোমধ্যে অপারেটরদের নির্দেশনা…
ডিকোডার কাকে বলে? ডিকোডার হচ্ছে এমন একটি ডিজিটাল সার্কিট বা বাইনারী ইনপুট গ্রহণ করে এবং ইনপুটের ওপর ভিত্তি করে ফলাফল প্রদান করে।
আপনি নিশ্চয়ই প্রিপেইড সিম এবং পোস্টপেইড সিম এই দুইটি শব্দের সঙ্গে পরিচিত রয়েছেন। তবে হয়তো আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা প্রিপেইড সিম এবং পোস্টপেইড সিম বলতে কি বুঝায় এই দুইটার মধ্যে পার্থক্য কি এ সম্পর্কে জানেন না। তাই আজকের পোস্টে আমরা প্রিপেইড সিম এবং পোস্টপেইড সিম বলতে কি বুঝায় এদের মধ্যে পার্থক্য কি এবং…
বাস টপোলজি কাকে বলে? যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজিকে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এর মূল ক্যাবলকে ব্যাকবোন বলে। নতুন কম্পিউটার সংযোগের প্রয়োজন হলে মুল বাসের সাথে সংযোগ দিলেই হয়। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম। বাস…
ডেটা কমিউনিকেশন কি? কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর কিংবা এক জনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াই ডেটা কমিউনিকেশন।
সিগনাল (Signal) কি? সিগনাল বলতে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বোঝানো হয়। যখন ভোল্টেজ শূন্য থাকে এবং সেখান থেকে বাড়তে বাড়তে উপরে উঠে তখন কিছু পরিবর্তন হয় এবং ভোল্টেজ কমার সাথে সাথে এটি নিচে নামতে থাকে। সময়ের সাথে ভোল্টেজের এই উঠা নামাই হচ্ছে সিগনাল।