ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি?

ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality):

প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য- ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট, চোখে চশমা পরতে হয়।
I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top