Similar Posts
ভাইরাস কি?
ভাইরাস কি? নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতিক্ষুদ্র অকোষীয় সরলতম জীবই হলো ভাইরাস।
মাইটোসিস কোথায় ঘটে?
মাইটোসিস কোথায় ঘটে? প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন: কাণ্ড, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া ঘটে।
প্রতিসাম্য কি?
প্রতিসাম্য কি? প্রতিসাম্য (Symmetry) হলো প্রাণিদেহের কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভাজন। অর্থাৎ প্রতিসম প্রাণীদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে দুই পাশের অংশ সমান ও সদৃশ হবে।
প্লাজমোডেজমাটা কি?
প্লাজমোডেজমাটা কী? পাশাপাশি কোষসমূহের মধ্যে সংযোগ স্থাপনকারী আণুবীক্ষণিক নালিই হলো প্লাজমোডেজমাটা।
গ্যামেট কাকে বলে?
গ্যামেট কাকে বলে? গ্যামেট হলো জননকোষ। মানুষ এবং অন্যান্য উন্নত ধরনের জীব যাদের লিঙ্গভেদ পরিলক্ষিত হয়, তাদের দেহে মিয়োসিস কোষ বিভাজনের ফলে জননকোষ তথা গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট দুই ধরনের হয়ে থাকে। যথাঃ পু-গ্যামেট এবং স্ত্রী-গ্যামেট। গ্যামেট পুরুষ গ্যামেটকে বলে শুক্রানু এবং স্ত্রী গ্যামেটকে বলে ডিম্বাণু বলে। গ্যামেট এমন একটি হ্যাপ্লয়েড কোষ যা অন্য…
নিউরোহরমোন কাকে বলে?
নিউরোহরমোন কাকে বলে? নিউরোএন্ডোক্রাইন কোষ নামক বিশেষ নিউরন দ্বারা উৎপাদিত এবং নিঃসৃত হরমোনকে নিউরোহরমোন বলে। নিউরোহরমোন হলো রাসায়নিক বার্তাবাহক অণু যা নিউরন দ্বারা নিঃসৃত হয়। রক্তে প্রবেশ করে শরীরের দূরবর্তী লক্ষ্যস্থলে ভ্রমণ করতে পারে। নিউরোহরমোনের দুটি সুপরিচিত উদাহরণ হলো অক্সিটোসিন এবং অ্যান্টি ডিউরেটিক হরমোন (যাকে ভ্যাসোপ্রেসিনও বলা হয়)।