গেঁটেবাত কাকে বলে? গেঁটেবাতের লক্ষণ

গেঁটেবাত 

গেঁটেবাত এক ধরনের বাত রোগ। অনেকদিন যাবৎ বাতজ্বরে ভুগলে এবং এর যথাযথ চিকিৎসা না করা হলে এ রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রেও গিঁটে ব্যথা হতে পারে।

গেঁটেবাতের লক্ষণ
  • অস্থিসন্ধি বা গিঁটে ব্যথা হওয়া।
  • অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া।
  • অস্থিসন্ধি নাড়তে কষ্ট হওয়া।
  • গিঁট ফুলে যাওয়া।