বিটকয়েন মাইনিং কী? কম্পিউটার থেকে কিভাবে বিটকয়েন মাইনিং সম্ভব?

বিটকয়েন মাইনিং কি ?

ক্রিপ্টো কারেন্সী এর সঙ্গে জড়িত শব্দ

‘ মাইনিং ‘ হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্লকচেইন এ ঘটা লেনদেন কে যাচাই করার মাধ্যমে নতুন ক্রিপ্টো কারেন্সী গুলির ব্লকচেইন সিস্টেমে আবির্ভাব ঘটে .

বিটকয়েন মাইনিং হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে মাইনার রা বিটকয়েন ব্লকচেইন এ নতুন বিটকয়েন এর সংযোজন করে থাকে .

আপনি দুটি উপায় এ মাইনিং করতে পারবেন প্রথমটি হল একক ভাবে এবং দ্বিতীয় হল মাইনিং পুল এ অংশগ্রহণ এর মাধ্যমে .

বিটকয়েন মাইনিং করার জন্য বিভিন্ন রকম হার্ডওয়্যার (Hardware) এবং সফটওয়্যার ( Software ) যেমন জি পি ইউ

( গ্রাফিক্স প্রসেসিং ইউনিট , GPU ) বা সি পি ইউ

( সেন্ট্রাল প্রসেসিং ইউনিট , CPU ) ব্যবহার করা হয় .

প্রথম যখন বিটকয়েন মার্কেট এ আসে তখন পার্সোনাল কম্পিউটার ( Personal Computer ) দিয়ে বিটকয়েন মাইনিং সম্ভব ছিল . ধীরে ধীরে বিটকয়েন জনপ্রিয় হতে থাকে অনেক মাইনার বিটকয়েন মাইনিং নেটওয়ার্ক এ যোগদান করে যার ফলে এক জনের পক্ষে হ্যাশ ( Hash ) সমাধান করার সুযোগ কমতে থাকে.

আপনি আপনার পার্সোনাল কম্পিউটার কে মাইনার হিসেবে ব্যবহার করতে পারেন যদি হার্ডওয়্যার নতুন হয় .

কিন্তু একটি হ্যাশ সমাধান করার সুযোগ অনেক কম কারণ আপনি নেটওয়ার্ক এর অন্য মাইনারদের সঙ্গে প্রতিযোগিতা করছেন যা প্রায় ২২০ কুইন্টিলিওন হ্যাশপ্রতি সেকেন্ড এ তৈরি করছে .