জীববিজ্ঞান কি? জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

আজকে আমরা জানবো জীববিজ্ঞান আসলে কি এবং এটি পাঠের কোনো প্রয়োজনীতা আছে কি না তা সম্পর্কে।

জীববিজ্ঞান কি

বিজ্ঞানের একটি শাখা হলো জীববিজ্ঞান যেখানে জীব ও জীবন নিয়ে বিশদভাবে গবেষনা করা হয়।

জীববিজ্ঞান এর ইংরেজি শব্দ “Biology” যা গ্রিক শব্দ bios যার অর্থ life বা জীবন এবং logos যার অর্থ knowledge বা জ্ঞান হতে উদ্ভূত।

তাহলে এর অর্থ দাঁড়ায় জীবনের বিজ্ঞান। সুতরাং যার জীবন আছে তাই জীব।

আর জীববিজ্ঞানে জীবের জীবন নিয়েই আলোচনা করা হয়ে থাকে।

অর্থ্যাৎ যে বিজ্ঞান পাঠ করলে আমরা জীবের জীবন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবো তাই জীববিজ্ঞান।

জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

জীববিজ্ঞানের প্রধান বিষয় ই হলো জীবন।

আমরা আমাদের নিজেদের জীবনের তাগিদেই জীব এবং উদ্ভিদের জীবন নিয়ে বিস্তৃত জানবো এবং শিখবো এটি থেকে।

আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেকটি কাজের সাথে এটি ওতোপ্রোতো ভাবে জড়িত।

নিম্নে বিশেষ কয়েকটি ক্ষেত্রে জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা  আলোচনা করা হলোঃ-

. যেহেতু মানুষ জীববিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় তাই নিজের সম্পর্কে জানতে হলে জীববিজ্ঞান পাঠ করা প্রয়োজনীয়।

২. জীববিজ্ঞানে জেনেটিক এবং বংশধারার বৈশিষ্ট্য নিয়ে  আলোচনা করা হয়ে থাকে।

তাই জীববিজ্ঞান পাঠের মাধ্যমে উদ্ভিদ এবং প্রানীর উন্নত বৈশিস্ট্য সম্পর্কে জানা যায়৷ সেই জ্ঞানের মাধ্যমে প্রজননবিধরা উন্নত জাতের শস্য উদ্ভাবন করে থাকেন।

. জীববিজ্ঞানের ফলিত শাখা কৃষিবিজ্ঞান ও প্রাণী প্রজননের মাধমে গো সম্পদ উন্নয়ন ও উন্নত জাতের গবাদি পশু উদ্ভাবন সম্ভব হয়েছে।

খাদ্যউৎপাদন ও পশু সম্পদের উন্নয়নের লক্ষ্যে জীববিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন ।

৪. উদ্ভিদ জগত হতে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমনঃ বন হতে কাপড় তৈরির জন্য তুলা ,বন হতে মধু ,মোম ,প্রাণী জগত হতে পাই বিভিন্ন প্রানীর চর্বি ও তৈল , রেশম প্রভৃতি ।

এটি পাঠে এই সকলের উন্নতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি।

৫. জীববিজ্ঞানের জ্ঞানের সাহায্যে চিকিৎসা বিদ্যায় ব্যবহৃত বিভিন্ন ঔষধপত্র উদ্ভিদ প্রাণী জগত হতে আহরণ করা হয়ে থাকে।

এছাড়া ছত্রাক জাতীয় উদ্ভিদের দেহ হতে পেনিসিলিন , স্টেপ্টোমাইসিন ,ক্লোরোমাইসিটিন প্রভৃতি  ঔষধপত্র আবিষ্কার সম্ভবপর হয়েছে ।

জীববিজ্ঞানের জ্ঞানের দ্বারাই শারীরবিদ্যা পাঠের মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনীয় অধ্যায় শল্যবিদ্যা সম্ভব হয়েছে।

৬. জীবজগত সম্পর্কে মানুষকে কৌতহলি করার প্রয়াসে ,জীববিজ্ঞানের উৎকর্ষ সাধনে ,প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ,ফসলের প্রাচুর্যে দেশকে ভরিয়া তোলার জন্য,মানব জীবন সুখময় করার লক্ষে জীববিজ্ঞান পাঠ করা ও জ্ঞান লাভ করা একান্তই প্রয়োজন ।

তাই আমরা একান্তই আমাদের নিজেদের প্রয়োজনে জীববিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করবো, তা পড়বো, বুঝবো এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করবো।

Similar Posts