Similar Posts
পলিরাইবোজোম কাকে বলে?
পলিরাইবোজোম কাকে বলে? mRNA অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে tRNA-র সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। সংশ্লেষের সময় পরপর বেশ কয়েকটি রাইবোজোম mRNA-এর সঙ্গে সক্রিয় যুক্ত হলে এ অবস্থাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে।
সাইটোকাইনিন থাকে কিসে?
সাইটোকাইনিন থাকে কিসে? সাইটোকাইনিন উদ্ভিদ হরমোনটি ফল, সস্য ও ডাবের পানিতে থাকে।
ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেঁজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তাই ছত্রাককে মৃতজীবী বলা হয়।
ফাইব্রিন কি?
ফাইব্রিন কি? ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং রক্তক্ষরণ বন্ধ করে।
বাস্তুসংস্থান কাকে বলে? | বাস্তুসংস্থানের প্রকারভেদ | স্থলজ বাস্তুসংস্থান | জলজ বাস্তুসংস্থান
বাস্তুসংস্থান(Ecosystem) কাকে বলে? কোনো জীব এককভাবে তার পরিবেশ ছাড়া বাঁচতে পারে না। প্রতিটি জীবিত উদ্ভিদ, প্রাণি ও তাদের জড় পরিবেশ একে অন্যের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কযুক্ত এবং এরা পরস্পরের উপর ক্রিয়া করে। জীব মাত্রই পরিবেশ থেকে যেসব উপাদান গ্রহণ করে তা আবার সম্পূর্ণভাবে পরিবেশে ফিরিয়ে দেয়। পরিবেশে জড় ও জীব উপাদানের কোনো অভাব ঘটলে তার উপর…
ডায়াপোজ কাকে বলে?
ডায়াপোজ কাকে বলে? নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।