রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত ।রোমান সংখ্যার বিস্তারিত।
রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত
আজকে আমরা রোমান সংখ্যা সম্পর্কে বিস্তারিত এবং রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত জানবো ।
রোমান সংখ্যা কি?
রোমান সংখ্যা হলো প্রাচীন রোমে উদ্ভূত একপ্রকারের সংখ্যা পদ্ধতি। মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়েই এই সংখ্যা লেখার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হত। এই ব্যবস্থায় সংখ্যাগুলি লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়।
এ সংখ্যার ব্যবহার রোমান সাম্রাজ্যের পতনের পরেও অব্যাহত ছিলো। ১৪শ শতাব্দীর পর থেকে, রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। কিন্তু তখনও এই রোমান সংখ্যার প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যায় নি। বর্তমানেও অনেক অল্পবিস্তর কাজে এ সংখ্যার ব্যবহার প্রচলিত রয়েছে।
রোমান সংখ্যার চিন্হ কয়টি ও কি কি?
আমরা ইতিপূর্বেই জেনেছি যে রোমান সংখ্যাগুলো লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান যুগে ব্যবহারের স্বার্থে, এ সংখ্যা লিখা ও বুঝার জন্য সাতটি চিহ্ন ব্যবহার করা হয়। এই প্রতিটি চিন্হের একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে।
রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন নিম্নে দেওয়া হলো–
১ – |
৫ – V
১০ – X
৫০ – L
১০০ – C
৫০০ – D
১০০০ – M
রোমান সংখ্যা লেখার নিয়ম কি কি?
রোমান সংখ্যা লিখার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। যেমন –
১। যখন আমরা এ সংখ্যাটি লিখবো সেক্ষেত্রে কখনও V,L,D পরপর ব্যবহার করা যাবে না।
২। তবে সংখ্যায় শুধুমাত্র I, X, C, M পরপর ব্যবহার করা যায়।
৩। এই সংখ্যাটি লিখার ক্ষেত্রে কোন সংখ্যা ৩ বারের বেশি ব্যবহার করা যাবে না।
যেমন – রোমান পদ্ধতিতে ৪ লেখার সময় I I I I ব্যবহার করি না।
৪। কোন সংখ্যা যদি পরপর বসে তাহলে তা হবে সেই সংখ্যাগুলোর যোগফল। যেমন – III = (1 + 1 + 1) = 3
৫। রোমান পদ্ধতিতে I শুধু V ও XX এর থেকে বিয়োগ হয়।
৬। এ সংখ্যা লেখার সময় বড় সংখ্যার চিহ্নের বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। যেমন –IIX = (10-2) = 8.
৭। এ পদ্ধতিতে কখনও V, L, D কে বিয়োগ করা যায় না।
৮। রোমান পদ্ধতিতে XX কে শুধুমাত্র L,C,M থেকে বিয়োগ করা যাবে।
৯। এ পদ্ধতিতে দুটি বড় সংখ্যার চিহ্নের মাঝে কোনো ছোট সংখ্যার চিহ্ন থাকলে শেষের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে যাবে। যেমন – XIV = 10 + (5 – 1) = 10 + 4 = 14
১০। এ পদ্ধতিতে বড় সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন – XV = 10 + 5 = 15
রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত
সংখ্যা রোমান চিহ্ন
১/1 I
২/ 2 II
৩/ 3 III
৪/ 4 IV
৫/ 5 V
৬/ 6 VI
৭/ 7 VII
৮/ 8 VIII
৯/ 9 IX
১০/ 10 X
১১/ 11 XI
১২/ 12 XII
১৩/ 13 XIII
১৪/ 14 XIV
১৫/ 15 = XV
১৬/ 16 = XVI
১৭/ 17 = XVII
১৮/ 18 = XVIII
১৯/ 19 = XIX
২০/ 20 = XX
২১/ 21 = XXI
২২/ 22 = XXII
২৩/ 23 = XXIII
২৪/ 24 = XXIV
২৫/ 25 = XXV
২৬/ 26 = XXVI
২৭/ 27 = XXVII
২৮/ 28 = XXVIII
২৯/ 29 = XXIX
৩০/ 30 = XXX
৩১/ 31 = XXXI
৩২/ 32 = XXXII
৩৩/ 33 = XXXIII
৩৪/ 34 = XXXIV
৩৫/ 35 = XXXV
৩৬/ 36 = XXXVI
৩৭/ 37 = XXXVII
৩৮/ 38 = XXXVIII
৩৯/ 39 = XXXIX
৪০/ 40 = XL
৪১/ 41 = XLI
৪২/ 42 = XLII
৪৩/ 43 = XLIII
৪৪/ 44 = XLIV
৪৫/ 45 = XLV
৪৬/ 46 = XLVI
৪৭/ 47 = XLVII
৪৮/ 48 = XLVIII
৪৯/ 49 = XLIX
৫০/ 50 = L
৫১/ 51 = LI
৫২/ 52 = LII
৫৩/ 53 = LIII
৫৪/ 54 = LIV
৫৫/ 55 = LV
৫৬/ 56 = LVI
৫৭/ 57 = LVII
৫৮/ 58 = LVIII
৫৯/ 59 = LIX
৬০/ 60 = LX
৬১/ 61 = LXI
৬২/ 62 = LXII
৬৩/ 63 = LXIII
৬৪/ 64 = LXIV
৬৫/ 65 = LXV
৬৬/ 66 = LXVI
৬৭/ 67 = LXVII
৬৮/ 68 = LXVIII
৬৯/ 69 = LXIX
৭০/ 70 = LXX
৭১/ 71 = LXXI
৭২/ 72 = LXXII
৭৩/ 73 = LXXIII
৭৪/ 74 = LXXIV
৭৫/ 75 = LXXV
৭৬/ 76 = LXXVI
৭৭/ 77 = LXXVII
৭৮/ 78 = LXXVIII
৭৯/ 79 = LXXIX
৮০/ 80 = LXXX
৮১/ 81 = LXXXI
৮২/ 82 = LXXXII
৮৩/ 83 = LXXXIII
৮৪/ 84 = LXXXIV
৮৫/ 85 = LXXXV
৮৬/ 86 = LXXXVI
৮৭/ 87 = LXXXVII
৮৮/ 88 = LXXXVIII
৮৯/ 89 = LXXXIX
৯০/ 90 = XC
৯১/ 91 = XCI
৯২/ 92 = XCII
৯৩/ 93 = XCIII
৯৪/ 94 = XCIV
৯৫/ 95 = XCV
৯৬/ 96 = XCVI
৯৭/ 97 = XCVII
৯৮/ 98 = XCVIII
৯৯/ 99 = XCIX
১০০/ 100 = C
এছাড়াও আরো কিছু সংখ্যা ও তাদের রোমান সংখ্যা নিম্নরূপ:
200 = CC
300 = CCC
400 = CD
500 = D
600 = DC
700 = DCC
800 = DCCC
900 = CM
1000 = M
আশা করছি আপনাদেরকে আজকে রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত নিয়ে বিস্তারিত ধারনা দিতে পেরেছি। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ