গ্রহাণুপুঞ্জ কাকে বলে? হাবলের সূত্র লিখ।
মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিষ্ক একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে। এদের মধ্যে ৮০৫ কি.মি. থেকে ১.৬ কি.মি. এর কম ব্যাস সম্পন্ন জ্যোতিষ্ককে একত্রে গ্রহাণুপুঞ্জ বলে।
হাবলের সূত্র লিখ।
হাবলের সূত্রঃ মহাবিশ্বের গ্যালাক্সিগুলো প্রত্যেকেই পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এবং যেগুলো যত দূরে, তাদের দূরে সরে যাবার গতিবেগও তত বেশি। অর্থাৎ গ্যালাক্সির দূরত্ব এবং দূরে সরে যাবার বেগ সমানুপাতিক। r দূরত্বে অবস্থিত কোন মহাজাগতিক বস্তুর দূরে সরে যাবার বেগ v হলে গাণিতিকভাবে হাবলের সূত্র হচ্ছে, V = Hr ; যেখানে H হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং একে হাবলের ধ্রুবক বলা হয় যার মান 80kms-1Mpc-1