বাজেটে দাম বাড়ছে শুনে উত্তেজনায় কোনো কিছুই ঠান্ডা করতে পারছে না ফ্রিজ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২৩ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন তাতে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানিশুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাড়ানো হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে ব্যয় বাড়তে বাড়তে পারে। কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে বাড়তি কর দিতে হবে। ফলে দাম বাড়তে পারে। তো দাম বাড়ার কথা শুনে সেসব পণ্যের অনুভূতি কী? চলুন, দেখে নেওয়া যাক…
পনির
প্রথম আইসক্রিম বলছে পনিরকে: এত কিছু থাকতে তোগো দাম ক্যান যে বাড়ল, বুঝলাম না বিষয়টা!
দ্বিতীয় আইসক্রিম: আরে, মামা তো একটা চিজ! ওর দাম না বাড়লে কার বাড়ব?
দেশলাই
প্রথম দেশলাইয়ের কাঠি: দাম বেড়ে যাওয়ায় জন্ম স্বার্থক হলো!
দ্বিতীয় দেশলাইয়ের কাঠি: সেটাই, জীবন দিয়ে মানুষকে আলোকিত করার সুফল অবশেষে পেলাম!
বিদেশি পাখি
প্রথম পরিযায়ী পাখি: বিদেশি পাখির নাকি দাম বাড়ছে?
দ্বিতীয় পরিযায়ী পাখি: হ, চিন্তায় আছি। এইবার শীতকালে বাংলাদেশে গেলে না জানি কী বিপদ আছে!