গণিত

বৃত্ত কাকে বলে? | বৃত্ত কি?

1 min read

বৃত্ত কাকে বলে?

একটি নিদি’ষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে।

 

১. বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ ৩৬০°.
২. বৃত্তের পরিধি বলতে কি বুঝায়?
– বৃত্তের বক্ররেখার সম্পূণ’ দৈঘ্য’কে বৃত্তের পরিধি বলা হয়।
৩. বৃত্তের ব্যাসাধ’ কাকে বলে?
– কেন্দ্র থেকে পরিধি পয’ন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসাধ’ বলা হয়।
৪. বৃত্তের জ্যা কি?
– পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পয’ন্ত দূরত্বকে বৃত্তের জ্যা বলা হয়।
৫. বৃত্তের ব্যাস কী?
– বৃত্তের জ্যা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তের ব্যাস বলা হয়।
– ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা।
– ব্যাস ,ব্যাসাধে’র দ্বিগুণ।
৬. বৃত্তের বহি:স্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পশ’ক আঁকা যায়?
– দুটি স্পশ’ক আঁকা যায়।
– স্পশ’ক ও স্পশ’ক বিন্দুতে ব্যাসাধ’ ৯০° কোণ উৎপন্ন করে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x