নটোকর্ড কাকে বলে?

নটোকর্ড কাকে বলে?

নটোকর্ড হলো একটা নরম, নমনীয় অখন্ডায়িত, দন্ডাকার অঙ্গ। এটি মেরুদন্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদন্ডে রূপান্তরিত হয়।

ব্যাঙাচির লার্ভার লেজের সমগ্র দৈর্ঘ্যই নটোকর্ড বিস্তৃত থাকে।

নটোকর্ড

কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডকে নটোকর্ড বলে।

সমস্ত কর্ডাটা (Chordata) পর্বভূক্ত প্রাণিদেহের পরিস্ফূরণ কালের কোনো না কোনো দশায় নটোকর্ড দেখা যায়।

নটোকর্ডের উপস্থিতিতে প্রাণিজগতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. নন-কর্ডাটা (Non-chordata) :

যে সকল প্রাণীল নটোকর্ড নেই তারাই নন-কর্ডাটা (Non-chordata)।
যেমন- Periplaneta americana (তেলাপোকা), Pila globosa (আপেল শামুক) ইত্যাদি।

২. কর্ডাটা (Chordata):

যে সকল প্রাণীর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় দশায় নটোকর্ড বিদ্যমান থাকে তাদের কর্ডাটা (Chordata) বলে।
যেমন – Labeo rohita (রুই মাছ), Panthera tigris (বাঘ) ইত্যাদি।

Similar Posts