নটোকর্ড কাকে বলে?
নটোকর্ড কাকে বলে?
নটোকর্ড হলো একটা নরম, নমনীয় অখন্ডায়িত, দন্ডাকার অঙ্গ। এটি মেরুদন্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদন্ডে রূপান্তরিত হয়।
ব্যাঙাচির লার্ভার লেজের সমগ্র দৈর্ঘ্যই নটোকর্ড বিস্তৃত থাকে।
নটোকর্ড
কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডকে নটোকর্ড বলে।