তড়িতের প্রকারভেদ | তড়িৎ কত প্রকার?

তড়িতের প্রকারভেদ

তড়িৎ দুই প্রকার। যথাঃ

১। স্থির তড়িৎ এবং

২। চল তড়িৎ

স্থির তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত তয় না তখন একে স্থির তড়িৎ বলে।

চল তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন একে চল তড়িৎ বলে।