মিযান কী? হাদিসকে কুরআনের ব্যাখ্যা বলা হয় কেন?

হাশরের মাঠে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাই মিযান

হাদিসকে কুরআনের ব্যাখ্যা বলা হয় কেন?
কুরআনকে সুস্পষ্টভাবে বর্ণনা করার কারণে হাদিসকে কুরআনের ব্যাখ্যা বলা হয়।

আল্লাহ তায়ালা কুরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। আর মহানবি (স) তাঁর সুন্নাহর মাধ্যমে এসব বিধি-বিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। একটি উদাহরণের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন আল-কুরআনে বলা হয়েছে- “তোমরা সালাত কায়েম করো।” (সূরা আল-আনআম, আয়াত ৭২) কিন্তু কোথায়, কীভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল-কুরআনে পাওয়া যায় না। বরং রাসুলুল্লাহ (স) এর ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম-কানুন তার হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এজন্য হাদিসকে কুরআনের ব্যাখ্যা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *