National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিসির আবেদন ও কলেজ পরিবর্তন/TC এর নিয়মাবলী

1 min read

অনার্স টিসির আবেদন শুরু :কলেজ পরিবর্তন/TC এর নিয়মাবলীঃ আজ ২১ এপ্রিল অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশের পর শুরু হয়ে গেল টিসির আবেদন। আবেদন করা যাবে পরবর্তী ৪৫ দিন পর্যন্ত। টিসির জন্য আবেদন করতে যাবেঃ

সরকারি থেকে সরকারি/বেসরকারি কলেজে এবং বেসরকারি থেকে শুধুমাত্র বেসরকারি কলেজে।

টিসির আবেদন করার পূর্বে অবশ্যই নিন্মের ১১ টি শর্ত পড়ে নিবেন।

কলেজ পরিবর্তন বা টিসি সম্পর্কিত বিস্তারিত পোস্ট কলেজ পরিবর্তন/TC এর নিয়মাবলীঃ
যে সকল কারণে ছাড়পত্র নেওয়া
যাবেঃ
অভিভাবকের বদলীঃ চ াকুরিতে অভিভাবক অন্য জেলা-শহরে বদলী হলে। উল্লেখ্য, এখানে
অভিভাবক বলতে শুধুমাত্র বাবা/ মাকে বুঝাবে। বাবা/মা বর্তমান জীবিত থাকলে আইনগত ভাবে কাউকে অভিভাবকত্ব প্রদানকরলে সে অভিভাবক হিসেবে বিবেচিত হবে।

অনার্স টিসির আবেদন শুরু :কলেজ পরিবর্তন/TC এর নিয়মাবলীঃ

অনার্স টিসির আবেদন শুরু

2. অভিভাবকের মৃত্যু হলেঃ
অভিভাবকের মৃত্যু জনিত কারণে স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র/ডেথ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রকৃত অভিভাবকের মৃত্যু জনিত
কারণে অভিভাবকত্বের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র এবং তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামান্য কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে।
3.  সংশ্লিষ্ট কলেজের শিক্ষাকার্যক্রম বিষয়ের অধিভুক্তি
স্থগিত হলেঃ

এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখা কর্তৃক প্রদত্ব অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।

4.  শিক্ষার্থী প্রতিবন্ধি হলেঃ এ ক্ষেত্রে প্রতিবন্ধি বিষয়ে সমাজকল্যাণ দপ্তরের সনদ জমা দিতে হবে।
5.  মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেঃ
এ ক্ষেত্রে নিকাহনামা ও স্বামীর কর্মস্থল / বসবাস এর ঠিকানার প্রামান্য কাগজ এবং স্বামীর জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে।
6. স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজেঃ
শিক্ষার্থীর অভিভাবকের স্থায়ী ঠিকানা নিকটবর্তী কলেজে ছাড়পত্র দেওয়া যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/বাবা/মা -এর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

যে সকল ক্ষেত্রে ছাড় পত্র পাওয়া যাবে নাঃ
1. একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত দু’টি কলেজের মধ্যে ছাড়পত্র ইস্যু করা যাবে না। তবে, বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য।
2. ১ম বর্ষ অবস্থায় আবেদন করা যাবে না।
3. তাছাড়া স্নাতক (সম্মান ) শ্রেণীতে ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র প্রদান করা যাবে না।
4. তাছাড়া স্নাতক (সম্মান ) শ্রেণীতে ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র প্রদান করা যাবে না।
5. কোর্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র ইস্যু করা যাবে না।
6. প্রামাণ্য তথ্যে কোন জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে।
7. প্রতিটি বর্ষের রেজাল্ট প্রকাশের 45 দিন পরে আর আবেদনে করার সুযোগ থাকবে না।
8. উপরিউক্ত ৬টি কারন ছাড়া আবেদন গ্রহন যোগ হবে না।

আবেদনের ক্ষেত্রে করনীয়ঃ
1. আবেদন করার নির্দিষ্ট সময় ১ম বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ এর মধ্যে, ২য় বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ এর মধ্যে এবং ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ এর মধ্যে,
2. ১ম বর্ষ অবস্থায় আবেদন করা যাবে না, ২য়, ৩য় অথবা ৪র্থ বর্ষে আবেদন করা যাবে।
3. বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম Download করার লিংক….http://www.nu.ac.bd/home/index.php…
4. আবেদন ফর্মের সাথে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
5. আবেদনের যাবতীয় তথ্যের সাথে সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
6. প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তার আবেদন বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে।
7.  উল্লেখ্য যে, শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি লক্ষ রেখে ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে প্রার্থী যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের প্রার্থীত বিষয়ের শিক্ষার্থী–শিক্ষক সংখ্যানুপাত Optimum সংখ্যার
অনেক বেশী হলে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না।
8. আবেদন গ্রহণযোগ্য হলে প্রার্থীকে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে।
9. আবেদনের ফী-এর টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হয়।
10. চূড়ান্ত আবেদনের সাথে শুধুমাত্র ছাড়পত্র প্রদানকারী কলেজের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

কিছু সাধারন প্রশ্নের উত্তরঃ
1. সরকারী থেকে বেসরকারী কলেজে যাওয় যায়, তেমনী বেসরকারী থেকে ও সরকারী কলেজে ও যাওয় যায়।
2. অনার্স ও ডিগ্রী উভয় ক্ষেত্রে এ TC প্রযোয্য।
3. আগেরে কলেজের সকল প্রকার বকেয়াসহ সম্পূর্ণ কোর্সের (ড়িগ্রীর ৩য়, অনার্সে ৪র্থ বর্ষ পর্যন্ত) বেতন পরিষোধ করতে হবে।
4. একই জেলার ভিতরে অন্য কলেজে স্থানান্তরিত হওয়া যায় না।
5. সরকারী ও বেসরকারী সকল কলেজ থেকে প্রাপ্ত ড়গ্রীর মান সমান।
6. একটি কলেজে TC না দিলে পরবর্তিতে আবার অন্য অন্য কলেজের জন্য আবেদন করতে পারবে।
7. TC এর প্রক্রিয়াটি www.nu.ac.bd অনলাইনে করা হয়, তাই এতে কোন ব্যক্তি দ্ধারা অবৈধ ভাবে প্রভাবিত করা সম্ভব না।
8. কোন বিষয়ে ফেল থাকা সত্বেও যদি Promotion পাই তাহলে আবেদন করতে পারবে।
9. প্রযোয্য, TC এর জন্য শুধু প্রমোশনই যথেষ্ট।
10. একবার Not-Promoted হয়েও পরবর্তিতে Promotion পেলে তখন আর আবেদন করতে বাধা থাকবে না।
11. যেসব অবেদনকারীর উপরিউক্ত শর্তের আওতাধীন শুধুমাত্র তারাই TC পেয়ে থাকে।

শুধুমাত্র রেজিষ্ট্রেশন নং দিয়ে অনার্স ১ম বর্ষের ফলাফল দেখবেন উক্ত লিংকেঃ http://www.nubd.info/results/

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x