Cellfin to Bkash Fund Transfer ।। সেলফিন থেকে বিকাশে টাকা পাঠান খুব সহজেই। এখন সরাসরি সেলফিন থেকে যেকোন বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারবেন।
আসসালামু আলাইকুম 🥰 কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ রজ্জব আলী আছি আপনাদের সাথে।
সম্প্রতি ইতিমধ্যে সেলফিন তাদের অ্যাপটি আপডেট করেছে। ফলে এখন খুব সহজেই সেলফিন থেকে যেকোনো বিকাশ নাম্বারেই টাকা পাঠানো যাবে। সেলফিন বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটা ডিজিটাল ওয়ালেট সেবা। সেলফিন অনেক জনপ্রিয় একটি ডিজিটাল ওয়ালেট। সেলফিন রেজিষ্ট্রেশন করলেই ফ্রি একটি ভার্চুয়াল ভিসা কার্ড পাওয়া যায়।
প্রথমেই আপনার সেলফিন অ্যাপটি আপডেট করে নিন। লগইন করে তারপর Fund Transfer এ ক্লিক করুন। তারপর বিকাশ সিলেক্ট করুন। তারপরে আপনার বিকাশ নাম্বার টি দিন। পরে কিসের থেকে টাকা পাঠাবেন টা সিলেক্ট করুন। সেলফিন অ্যাকাউন্ট, ইসলামী বাংকের অ্যাকাউন্ট, অথবা ইসলামী বাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড টি ক্লিক করুন।
কতো টাকা পাঠাতে চান তা দিন। বিকাশ নাম্বার দেওয়ার পরে অটোমেটিক যার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নামটি উঠে যাবে। পরে কি জন্য টাকা দিচ্ছেন তা নোট লিখুন। একটা কিছু লিখে দিলেই হলো। পরে আপনার ৬ সংখার সেলফিন পিন নাম্বার টি দিন। তারপরে সাবমিন বাটনে ক্লিক করুন দেখুন টাকা চলে গেছে। নিচে স্ক্রিনশট ফলো করুন।