ব্রণ মেছতার দাগ দূর করার সহজ উপায় জেনে নিন

ব্রণ মেছতার দাগ দূর করার সহজ উপায় জেনে নিন
 ব্রণ মেছতার দাগ দূর করার সহজ উপায় জেনে নিন
আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো মুখে বিভিন্ন ধরনের তাক যেমন ব্রণ মেস্তাদূর করার জন্য সহজ পদ্ধতি জেনে নিন। আমাদের মুখে যদি কোন রকমের দাগ পড়ে তাহলে সেটা দেখতে খারাপ লাগে তাই মুখে বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য আজকের এই পোস্ট এর কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো করে পড়ে নিন ।  
মুখে ব্রন মেছতা দাগ নিয়ে অনেকেই অনেক দূর চিন্তা  করে থাকেন।   কারণ ব্রণ   মেস্তা মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। সৌন্দর্য্যর গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো নিজের মুখের ত্বক।  ত্বকে বিভিন্ন ধরনের দাগ থাকলে নিজেকে খুব লজ্জাহীন মনে হয় তাই আমরা মুখের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি করে থাকি।
ব্রণ  মেস্তা বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম ব্যাবহার করে থাকি। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি তথ্যগুলো জেনে নিন।  তাহলে কোনো রকমের সমস্যা দেখা দিবে না এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি হবে।
 তাহলে চলুন দেখে নেই মুখের বিভিন্ন  ধরনের দাগ দূর সহজ পদ্ধতি

 বরুণের  দাগ দূর করার জন্য যে কাজগুলো করতে হবে তা জেনে নিন।

  • চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে নিন।  তারপর ঠান্ডা পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন।
  • প্রত্যেকদিন ভ্রূণের দাগের উপর মধু লাগিয়ে রাখতে পারেন।  এতে দাগ ফিকে হয়ে আসবে। মধু ব্যবহারের কোনো  প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
  • ত্বকের সাধারণ কোনো দাগ দূর করার জন্য এবং যেকোন দাগ দূর করার জন্য আপনি শসার রস আলুর রস ব্যবহার করতে পারেন।  শসা আলুর রস 10 মিনিট মুখে লাগিয়ে রাখুন।  প্রতিদিন ত্বকের  বিভিন্ন দাগ দূর করার জন্য ব্যবহার করে নিন এতে করে অনেক ভালো ফল পাবেন।
  • ত্বকের * মেস্তা এসবের দাগ দূর করার জন্য টকদই লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।  খুব অল্প সময়ের মধ্যে তার ফলাফল পাবেন।
  • অ্যালোভেরার রস প্রতিদিন ব্রনের দাগের ওপর লাগিয়ে দিন।
  • তৈলাক্ত   ত্বকের মুলতানি মাটি, লেবুর রস  ভাল করে মিশিয়ে তারপর ব্যবহার করুন।  এই মিশ্রণটি ব্যবহার করার পর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
  • ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য এলোভেরা তেল ব্যবহার করতে পারেন।
  • ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।
  • প্রতিদিন রাত্রে ঘুমানোর আগ মুহূর্তে রসুন ও  লবঙ্গ মিশিয়ে নিন। এরপর তাকে ভালভাবে লাগিয়ে রাখুন।  এবং   সকালে  ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন।
  • মুখের দাগ দূর করার জন্য ।  টমেটোর রস মুখে লাগিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ত্বকের দাগ এর উপরে প্রতিদিন দুইবার করে নারিকেলের তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন।
  • ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করুন।

মেছতার দাগ দূর করার উপকারিতা

  •  গুড়া দুধ গিলিসারিন এই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর ব্যবহার করুন।
  •  প্রতিদিন সকালে লেবুর রস মুখে লাগিয়ে রাখুন।
  •  অ্যালোভেরা জেল এবং আলোর নিয়মিত মুখে ব্যবহার করুন।
  •  লেবুর খোসা ও কমলা এই দুটো উপকরণ এর সঙ্গে দুধ মিশিয়ে ব্যবহার করুন।  মেছতা দূর করতে এই কাজটি খুব দ্রুত ফল পাবেন।
  •  আপনার ত্বকের যে জায়গায় মেস্তা সেই জায়গায় লেবুর রস সামান্য ভিনেগার ব্যবহার করতে পারেন।  এবং আপনি যদি চান ভিনেগার এর পরিবর্তে পানি ব্যবহার করতে তাহলে পানি ব্যবহার করতে পারবেন।
  •  মেছতা দূর করার জন্য লেবুর রস মধু কাঁচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।  ত্বকের  বিভিন্ন সমস্যা  বা দাগ খুব উপকার আসবে।
  • অলিভ অয়েল ও মধু এবং পানি একসঙ্গে মিশিয়ে  তা ত্বকের জন্য ব্যবহার করতে পারে।
 ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য আপনারা যদি এই কাজগুলো নিয়ম অনুযায়ী সঠিক ভাবে করতে পারেন তাহলে খুব অল্প দিনে তার ফলাফল পাবেন।  এই উপকরণগুলো যদি কাজে না লাগে এবং অতিরিক্ত  ত্বকের মধ্যে যদি দাগ বা সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
 আজকে আলোচনা করেছি ত্বকের বিভিন্ন ধরনের সম্পর্কে আমাদের এই পোস্টটিতে। আপনাদের যদি কোনরকম উপকার আসে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *