Modal Ad Example
Admission Books And Suggestions

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ রসায়ন ২য় পত্র

1 min read

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ রসায়ন ২য় পত্র

????যারা এখনো পর নাই তারা সহজেই ইম্পরট্যান্ট গুলো দেখে সহজেই দেখানো লাইন পড়ে ভালো মার্কস তুলে ফেলতে পারবে।????

???? Most Important ????

রসায়ন দ্বিতীয় পত্রের ১,২,৫ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ।

প্রত্যেক অধ্যায় থেকে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলোর দাগানো লাইন গুলো সবচেয়ে ভালোভাবে পড়বে। এবং mcq প্র্যাকটিস করবে।

???? Most Important ???? অনুশীলনী Mcq

 

???? প্রথম অধ্যায়: পরিবেশ রসায়ন ????

1. বায়ুমন্ডলের গঠন, বায়ুমন্ডলের উপাদান।

2. STP & SATP পদ্ধতি

3. গ্যাসের সকল সূত্র 4. বিভিন্ন এককে R এর মান

5. বোলটজম্যান ধ্রুবক,

6. গ্রাহামের ব্যাপন সূত্ৰ,

7. RMS বেগ ও অন্যান্য বেগ,

৪. বাস্তব গ্যাস 9. অ্যামাগার পরীক্ষা

10. গ্যাসীয় বর্জ্য

11. বায়ুদূষণ

12. গ্রীণহাউস গ্যাস ও এর প্রভাব

13. সিএফসির ব্যবহার

14. ওজনস্তর ক্ষয় 15. এসিড বৃষ্টি

16. এসিড ক্ষারকের লুইস তত্ত্ব

17. সারণী সবগুলো

18. খাদ্য শৃঙখলে ভারী ধাতুর প্রভাব।

???? দ্বিতীয় অধ্যায়: জৈব রসায়ন ????

1. সিগমা ও পাই বন্ধনের পার্থক্য

2. সমাণুতার প্রকারভেদ

3. অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও এদের বিক্রিয়া 4. অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের মাঝে

পার্থক্য

5. ইলেকট্রোফাইল ও নিউট্রোফাইলের উদাহরণ

6. মারকনিকভ ও বিপরীত মারকনিকভ 7. অ্যালডল ঘনীভবন, ক্যানিজেরো শর্তসহ

৪. হ্যালোফর্ম বিক্রিয়া

9. Sn1 + Sn2 10. E1 + E2

11. বেনজিন বলয় সক্রীয়কারী ও নিষক্রীয়কারী,

মূলকের উদাহরণ

12. অ্যালকেন+অ্যালকিন+অ্যালকাইন- এদের

প্রসতুতি ও বিক্রিয়াসহ

13. অ্যালকোহল+ইথার+অ্যামিন- শনাকতকারী

বিক্রিয়া

14. ইথানল প্রসতুতি। 15. অ্যালডিহাইড কিটেনপর শনাক্তকারী বিক্রিয়া

16. জৈব যৌগে Cl Br I শনাক্তকরণ (Important)

17. জৈব যৌগে অ্যালকোহল ও কার্বকসিমূলক

শনাকতকরণ

18. গ্লিসারিন প্রসতুতি ও শনাকতকরণ বিক্রিয়া

19. ফেনল প্রসতুতি ও শনাক্তকরণ বিক্রিয়া 20. কঠিন জৈব যৌগের গলনাংক

21. তরল জৈব যৌগের স্ফুটনাংক।

22. পলিমারের শ্রেণিবিভাগ

23. প্লাসটিসিটি

24. সংযোজন পলিমারকরণ বিক্রিয়া।

???? তৃতীয় অধ্যায়: পরিমাণগত রসায়ন ????

1. মোল সম্পর্কিত সকল তথ্যাবলী

2. প্রাইমারী ও সেকেন্ডারি স্ট্যানডার্ড পদার্থ 3. মোলারিটির পারস্পরিক রূপান্তর ppm&

শতকরা

4. এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু

5. জারণ বিজারণ বিক্রিয়া (১০০%)

6. নির্দেশক 7. HPLC & GC

৪. এ অধ্যায়ের সকল সূত্রাবলী অবশ্যই পড়তে

হবে।

???? চতুর্থ অধ্যায়: তড়িৎ রসায়ন ????

1. তড়িৎ পরিবাহী এর প্রকারভেদ। 2. তড়িৎ বিসলেশ্যের পরিবাহিতার প্রকারভেদ

3. ফ্যারাডের প্রথম সূত্র 4. ধাতুর সক্রিয়তা সিরিজ

5. জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া –

6. লবণ সেতু

7. কোষ বিভব

৪. কয়েকটি গ্যালভানিক ও ভোলটায়িক কোষের

বিভব

9. তড়িৎদারের প্রকারভেদ 10. ফুয়েল সেলের শ্রেণীবিভাগ।

???? পঞ্চম অধ্যায়: অর্থনৈতিক রসায়ন 1. বাংলাদেশে কয়লার মান ও ব্যবহার ????

2. ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস সংশেলষ

গ্যাস, প্রোডিউসার গ্যাস 3. কাঁচ, সিমেন্ট ও চামড়া উৎপাদনের মূলনীতি

4. বিভিন্ন প্রকার কাঁচ

5. ন্যানো পার্টিক্যাল ও ন্যানো প্রযুক্তি

6. পরমাণু, অণু ও ন্যানোপার্টিক্যালের তুলনা

7. শিল্পে ন্যানো পার্টিক্যালের ব্যবহার

????(তারপরেও চেষ্টা করবে বাকি অধ্যায়গুলো পড়াশুনা করার কারণ সেখান থেকেও mcq অল্প হলেও আসবে) বেশি মার্কস পেতে সব শেষ করবা) টপিক্স গুলোর হেডলাইন, দাগানো লাইনগুলো। উদাহরণ বৈশিষ্ট্য সাদৃশ্য।

mcq প্রাক্টিস।????

☺️যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবা☺️

????যে টপিক্স গুলো দিয়েছি সেগুলোর কোচিং থেকে দেওয়া দাগানো লাইনগুলো পড়বা।????

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩

 

 

 

 

 

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x