ঢাবি অধিভুক্ত সাত(৭) কলেজে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

দেশের ঐতিহ্যবাহী সাতটি(৭) সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় যা ঢাবি অধিভুক্ত সাত (৭) কলেজ নামে পরিচিত। সাত (৭) কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয়।

আসন সংখ্যা –

তিন ইউনিটে মোট আসন সংখ্যা =২৬১৬০ টি।

  • বাণিজ্য ইউনিটে-৫৩১০
  • বিজ্ঞান ইউনিটে -৬৫০০
  • মানবিক ইউনিটের ১৪৩৫০

এর মধ্যে

  • মানবিক – ১১৪৮০ টি(৮০%)
  • বানিজ্য – ৭১৭ টি(৫%) এবং
  • বিজ্ঞান – ২১৫৩ টি(১৫%) সিট বরাদ্দ থাকে।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টনঃ

৭ কলেজে সাবজেক্ট চয়েস

ক ইউনিট (বিজ্ঞান বিভাগ)

  • বাংলা – ২৫ নম্বর
  • গনিত – ২৫ নম্বর
  • রসায়ন – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর
  • জীববিজ্ঞান – ২৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান – ২৫ নম্বর

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় এই ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে।
মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদার্থ এবং রসায়ন বাধ্যতামূলক উত্তর করতে হবে। এইচএসসি তে যার যে বিষয় অপশনাল ছিলো সে চাইলে সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি থেকে উত্তর করতে পারবে।

অথবা ইন্টারমিডিয়েটে যার যে সাবজেক্ট ছিলো না সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি থেকে উত্তর করতে পারবে।

খ ইউনিট (মানবিক বিভাগ)
  • বাংলা – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর
  • সাধারন জ্ঞান – ৫০ নম্বর

মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

গ ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)
  • বাংলা
  • ইংরেজি
  • হিসাববিজ্ঞান
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ
  • মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং

প্রতি বিষয়ের নম্বর ২০ করে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • পাস মার্ক ৪০ নম্বর
  • পরীক্ষার সময় ১ ঘন্টা
  • ১০০ টি এমসিকিউ প্রশ্ন
  • পরীক্ষা হবে ১০০ মার্কের
  • কোন নেগেটিভ মার্কিং নেই
  • প্রতিটি প্রশ্নের মান এক(১) করে
  • পরীক্ষা হবে শুধুমাত্র MCQ পদ্ধতিতে
  • SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে মোট ১২০ নম্বর

এসএসসি, এইচএসসি জিপিএ নম্বর বন্টনঃ

জিপিএ থেকে মোট ২০ নম্বর SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC তে পাওয়া GPA কে ২ দিয়ে গুন ও HSC তে পাওয়া GPA কে ২ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ করা হবে।

ইউনিট পরিবর্তনের কোন সুযোগ রয়েছে কি না?

এক্ষেত্রে যে যে বিভাগের তাকে সেই বিভাগেই পরীক্ষা দিতে হবে,অন্য কোন বিভাগে পরীক্ষা দিতে পারবে না।

  • বিজ্ঞান ইউনিটের সবাইকে বিজ্ঞান ইউনিটেই পরীক্ষা দিতে হবে।
  • বাণিজ্য ইউনিটের সকলকে বাণিজ্য ইউনিটেই পরীক্ষা দিতে হবে।
  • মানবিক ইউনিটের সকলকে মানবিক ইউনিটেই পরীক্ষা দিতে হবে।

তবে,ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর সাইন্স এবং কমার্সের শিক্ষার্থীরা চাইলে মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবে।
অর্থাৎ,পরীক্ষা যার যার ইউনিটেই দিতে হবে।
উত্তীর্ণ হওয়ার পর অন্য বিভাগের সাবজেক্ট চয়েস দিতে পারবে।
তাদের যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট প্রদান করা হবে।

ঢাবি অধিভুক্ত সাত(৭) কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ কলেজ।
আর ঢাকা কলেজ শুধু ছেলেদের কলেজ। বাকী ৪ টি কলেজে ছেলে-মেয়ে উভয়ই পড়াশোনা করে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলোর নাম কি?

  • ঢাকা কলেজ
  • ইডেন মহিলা কলেজ
  • সরকারি বাঙলা কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ
  • কবি নজরুল সরকারি কলেজ
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

২০২০-২১ সালের,
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাণিজ্য ইউনিটের ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের কোনটি কোথায় অবস্থিত?

  • ঢাকা কলেজ, মিরপুর রোড়, নিউমার্কেট, ঢাকা-১২০৫
  • সরকারি বাঙলা কলেজ (১৯৬২),মিরপুর-১, ঢাকা-১২১৬
  • ইডেন মহিলা কলেজ (১৮৭৩), আজিমপুর ঢাকা-১২০৫
  • কবি নজরুল সরকারি কলেজ, লক্ষ্মীবাজার সূত্রাপুর, ঢাকা-১০০০
  • সরকারি তিতুমীর কলেজ (১৯৬৮), গুলশান, মহাখালি,ঢাকা-১২১৩
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (১৯৪৮), বকসি বাজার ঢাকা-১১০০
  • সরকারি শহীদ সােহরাওয়ার্দী কলেজ (১৯৭২), লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা-১১০০

ঢাবি অধিভুক্ত সাত (৭) কলেজের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য ৫ থেকে ৭ জন শিক্ষার্থী লড়াই করে।তাই,তোমার আসন করতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নাও সেভাবে প্রস্তুতি নিলেই হবে।আর বিগত বছরের প্রশ্নব্যাংক সমাধান করাটা গুরুত্বপূর্ণ। দিন দিন প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। নিজেকে অন্য সবার থেকে ভালোভাবে গড়ে তুলো।তাহলে,খুব সহজেই ঢাবি অধিভুক্ত সাত (৭) কলেজের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।সেই সাথে নিজের আসনও নিশ্চিত হয়ে যাবে ঢাবি অধিভুক্ত সাত (৭) কলেজে।

সবার জন্য শুভ কামনা রইলো

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *