রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি

১ম ধাপে চুড়ান্তু আবেদন শেষে আসন ফাকা
সাপেক্ষে ২য় ও ৩য় সিলেকশনের ফলাফল দিবে।
সুতরাং যারা ১ম ধাপে সিলেক্টেড হবে না
হতাশ হওয়ার কিছু নেই ২/৩য় ধাপে অনেকেই হবে।

1️⃣রেজাল্টের উপর কোনো মার্কস নেই
সুতরাং ভর্তি পরীক্ষায় সবাই সমান।
সেকেন্ড টাইম দের কোনো মার্ক কাটা যাবে না।

2️⃣প্রশ্ন থাকবে ৮০টি কিন্তু নম্বর হবে ১০০।
প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে।
সময় হবে ১ ঘন্টা

3️⃣নেগেটিভ মার্ক আছে।
প্রতিটি ভূলের জন্য .২০ করে কাটা যাবে
মানে তোমার ৫ টি ভূলের জন্য ১ নম্বর
কাটা যাবে।

4️⃣এ ইউনিটে মানবিকের ৬০% বিজ্ঞান/বাণিজ্যের
৪০% সিট বরাদ্দ এই তথ্যটি সঠিক নয়।

➖বিগত বছর গুলোতে দেখা গেছে
মানবিকের বিজ্ঞানের বাণিজ্যের নিদিষ্ট কিছু
সাবজেক্টে বরাদ্দ আছে।
যেমন ইতিহাস,বাংলা বিষয়ে মানবিকের ১৪০+ সিট বরাদ্দ আছে।

➖তেমনি প্রত্নতত্ব তে বিজ্ঞানের এবং লাইব্রেরি
মানেজম্যান্টে বাণিজের ৬০% করে সিট বরাদ্দ।

➖যারা মাদরাসা থেকে দাখিল/আলিম পাশ করছে
তাদের জন্য আরবী,ফার্সী তে
১৩০ সিট রবাদ্দ আছে।

➖যারা এইচএসসি তে দর্শন,ইসলামিক স্টাডিজ বিষয় পড়েছে তাদের জন্য ১৪০ টি আসন বরাদ্দ।

➖বাকি প্রায় ১৪০০ সিট সবার জন্য।
মানে ভর্তি পরীক্ষায় যে ভালো করবে সে
চান্স পাবে।
বিজ্ঞান /মানবিক/ বাণিজ্য বলে কিছু নাই।

5️⃣৪ শিফটে পরীক্ষা হবে।
চার শিফটের প্রশ্ন,ফলাফল,চান্স,সিলেকশন
আলাদা আলাদা ভাবে করা হয়ে থাকে।
কোনো শিফটে প্রশ্ন সহজ, কোনো শিফটে কঠিন
হতে পারে।

6️⃣ইংরেজি বিভাগে যারা পড়তে চাও
তাদের জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে
১৫ মার্ক + এইচএসসির ইংরেজিতে কমপক্ষে
এ মাইনাস রেজাল্ট থাকতে হবে
পাশাপাশি ৪ শিফট থেকে মোট ২০০০
কে ৫০ মার্কের লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ
হলে ইংরেজিতে পড়তে পারবে।

➖আইনের জন্য ইংরেজি তে কমপক্ষে ১৪ সহ
টপ ৫০ এ থাকলে আইন নিতে পারবে।

➖আইবিএ পড়তে চাইলে ইংরেজিতে ১২
মার্কস পেতে হবে।

7️⃣বিজ্ঞানে যারা বায়লজি উত্তর দিবা
তারা বায়লজি রিলেটেড বিষয় গুলো
পড়তে পারবে।
➖যারা গণিতে উত্তর দিবা তারা ইঞ্জিনিয়ারিং
রিলেটেড সাবজেক্ট পড়তে পারবে।

➖যারা গণিত+বায়লজি উত্তর দিবা তারা
সব বিষয় ই পড়তে পারবে।

➖বিজ্ঞানের অবশ্যিক ও ঐচ্ছিক অংশে আলাদা
পাশ করতে হবে।

8️⃣মানবিক /বাণিজ্যে আলাদা পাশ নেই।

9️⃣৮১ নং প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামুলক।
তোমার ইচ্ছে মত বাংলা এবং ইংলিশে
দুটি বাক্য লিখতে বলা হবে।
এটি মুলত ভাইবাতে আবার লিখতে দিবে।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.