গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

শিক্ষার্থীরা অনেকে বুঝতে পারে না গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলতে আসলে কি বুঝানো হয়েছে। গুচ্ছ বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষা মানে হচ্ছে আমাদের দেশের সাধারন বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত ভাবে হয়। চলো,গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক-

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ

  1. Shahjalal University of Science & Technology
  2. Islamic University
  3. Khulna University
  4. Comilla University
  5. Jatiya Kabi Kazi Nazrul Islam University
  6. Begum Rokeya University, Rangpur
  7. University of Barisal
  8. Rabindra University, Bangladesh
  9. Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh
  10. Sheikh Hasina University
  11. Jagannath University
  12. Hajee Mohammad Danesh Science & Technology University
  13. Mawlana Bhashani Science & Technology University
  14. Noakhali Science & Technology University
  15. Jashore University of Science and Technology
  16. Pabna University of Science and Technology
  17. Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
  18. Rangamati Science and Technology University
  19. Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University
  20. Patuakhali Science And Technology University

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাঃ

A ইউনিট (বিজ্ঞান)

এসএসসি + এইচএসসি তে নূন্যতম জিটিএ ৩.৫০ হতে হবে এবং দুটি মিলিয়ে কমপক্ষে ৮ হতে হবে। (৪র্থ বিষয় সহ)
সাধারণ শিক্ষাবোর্ড,মাদ্রাসা শিক্ষাবোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

B ইউনিট (মানবিক)

এসএসসি + এইচএসসি তে নূন্যতম জিপিএ ৩.০০ হতে হবে।দুটি মিলিয়ে কমপক্ষে ৬ থাকতে হবে।(৪র্থ বিষয় সহ)
সাধারণ শিক্ষাবোর্ডের মানবিক এবং মিউজিক,গার্হস্থ্য অর্থনীতি,মাদারাসা (সাধারণ,মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

C ইউনিট (বাণিজ্য)

এসএসসি+এইচএসসি তে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুটি মিলিয়ে জিপিএ কমপক্ষে ৬.৫০ হতে হবে।(৪র্থ বিষয়সহ)
সাধারণ শিক্ষাবোর্ডের বাণিজ্য শাখাসহ,ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপণা (এইচএসসি), ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন করার পদ্ধতি-

প্রাথমিক আবেদরের পদ্ধতির বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবে www.gstadmission.ac.bd

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সকল ইউনিটের মানবন্টনঃ

এ ইউনিট (বিজ্ঞান)

আবশ্যিকঃ

  • পদার্থ – ২০ নম্বর
  • রসায়ন- ২০ নম্বর
  • বাংলা – ১০ নম্বর
  • ইংরেজি – ১০ নম্বর

এখানে মোট ৬০ নম্বর।

ঐচ্ছিকঃ

  • গণিত- ২০ নম্বর
  • জীববিদ্যা- ২০ নম্বর
  • আইসিটি – ২০ নম্বর

এখানে মোট নম্বর ৪০.
সর্বমোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। সময় থাকবে ১ ঘন্টা।

বি ইউনিট (মানবিক)

আবশ্যিকঃ

  • বাংলা – ৪০ নম্বর
  • ইংরেজি – ৩৫ নম্বর
  • আইসিটি – ২৫ নম্বর

মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। সময় বরাদ্দ থাকবে ১ ঘন্টা।

সি ইউনিট (বাণিজ্য)

আবশ্যিকঃ

  • হিসাববিজ্ঞান – ২৫ নম্বর
  • ব্যবসায় সংগঠন – ২৫ নম্বর
  • বাংলা – ১৩ নম্বর
  • ইংরেজি – ১২ নম্বর
  • আইসিটি – ২৫ নম্বর

মোট ১০০ নম্বরের পরীক্ষা। সময় ১ ঘন্টা।

এক নজরে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • সেকেন্ড টাইম রয়েছে।
  • প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
  • সময় থাকবে ১ ঘন্টা।
  • আবেদন ফি সকল ইউনিট ৬০০ টাকা।
  • সকল পরীক্ষার্থীকে তার নিজের ইউনিটেই ভর্তি পরীক্ষা দিতে হবে।
  • যে কোন ইউনিটের পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে।
  • ২৮ টি পরীক্ষার কেন্দ্রের মধ্যে নূন্যতম ৫ টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহঃ

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
  2. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট
  3. ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
  4. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  5. খুলনা বিশ্ববিদ্যালয়
  6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
  7. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
  8. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
  9. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  10. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
  11. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  12. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  13. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  14. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর
  15. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  16. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  17. জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল,ময়মনসিংহ
  18. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
  19. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  20. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  21. বেগম রোকেয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  22. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  23. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ
  24. বরিশাল বিশ্ববিদ্যালয়
  25. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  26. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
  27. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
  28. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,জামালপুর

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে আইসিটি সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পরিশ্রমের বিকল্প নেই। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সেরা প্রস্তুতি গ্রহণ করো। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করতে মূল বইয়ের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলো। তোমার নিজের আসনটি নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ,এবার বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যার তুলনায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাই,সেরা প্রস্তুতি নিয়ে নিজের আসনটি নিশ্চিত করতে ভালো ফলাফল অর্জন কর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *