নিবল কাকে বলে? নিবল অর্থ কি?

এক বাইট বা এক অকটেট এর অর্ধেক পরিমাণকে নিবল বলে। এক নিবল অর্থ হচ্ছে চার বিট বা চারটি বাইনারি সংখ্যা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. EBCDIC পূর্ণরূপ কী?
উত্তর : EBCDIC এর পূর্ণরূপ হলো Extended Binary Coded Decimal Information Code।

প্রশ্ন-২. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর : সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।

প্রশ্ন-৩. ওয়েব ব্রাউজার (Web browser) কি?
উত্তর : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয়।

প্রশ্ন-৪. MAN কাকে বলে?
উত্তর : একটি শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।

প্রশ্ন-৫. বিসিডি (BCD) কি?
উত্তর : BCD শব্দের পূর্ণরূপ হলো Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য চার (৪) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে BCD কোড বলে।

প্রশ্ন-৬. হাইপারলিংক কি?
উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।

প্রশ্ন-৭. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক কয় ধরনের?
উত্তর : ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক ৪ ধরনের।

প্রশ্ন-৮. যান্ত্রিক ভাষা কাকে বলে?
উত্তর : কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে যান্ত্রিক ভাষা বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *