Noun কাকে বলে?
যে সব Word দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ প্রভৃতি বোঝায় সেইসব Word কে Noun বা বিশেষ্য পদ বলা হয়। যেমনঃ –
- Kumaresh, Dipak, Bijay, Pritismita প্রভৃতি ব্যক্তির নাম।
- Book, Fan, Mobile, pen প্রভৃতি বস্তুর নাম।
- Water, Milk, Tea, Curd প্রভৃতি পদার্থের নাম।
- India, Bihar, Agra, Mumbai প্রভৃতি স্থানের নাম।
- Day, Night, Summer, Winter প্রভৃতি কালের নাম।
- Honesty, Beauty, Intelligent, Healthy প্রভৃতি গুনের নাম।
- Cruelty, Madness প্রভৃতি দোষের নাম।
Noun চেনার সহজ উপায়ঃ
প্রধানত তিনটি পদ্ধতিতে খুব সহজেই Noun চেনা যায়। যথাঃ –
- যা চোখে দেখা যা তা Noun । যেমনঃ মানুষ, পাখি, গাছ, পশু, কম্পিউটার ঘর, বাড়ি ইত্যাদি।
- যা কানে শোনা যায় তা Noun । যেমনঃ শব্দ, গান-বাজনা, চিৎকার ইত্যাদি।
- যা অনুভব করা যায় তা Noun । যেমনঃ বাতাস, ঠান্ডা, গরম, প্রভৃতি।
Noun -এর শ্রেণীবিভাগ
Noun কে প্রধানতঃ পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ –
- Proper Noun
- Common Noun
- Material Noun
- Collective Noun
- Abstract Noun
1. Proper Noun কাকে বলে?
যে-সব Noun দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কাল প্রভৃতির নাম বোঝায় সেই সব Noun -কে Proper Noun বলে। যেমনঃ
1. Prachi is a good girl. (Prachi – একটি মেয়ের নাম )
2. Kolkata is the capital of West Bengal. (Kolkata এবং West Bengal -দুটি স্থানের নাম )
3. December is the last month of the year. (December – একটি মাসের নাম)
4. The Ganges is the holy river. (Ganges -একটি নদীর নাম)
5. Cholera is a serious type of disease. (Cholera -একটি রোগের নাম)
2. Common Noun কাকে বলে?
যে-সব Noun দ্বারা একই শ্রেণীর প্রাণী বা বস্তুকে একসঙ্গে বোঝায় তাকে Common Noun বলে। যেমনঃ
1. The cow lives on grass. (The cow বলতে গরু জাতিকে বুঝাচ্ছে।)
2. The dog is a faithful animal. (The dog বলতে কুকুর জাতিকে বুঝাচ্ছে।)
3. The tiger is a ferocious beast. (The tiger বলতে বাঘ জাতিকে বুঝাচ্ছে।)
4. The birds can fly. (The birds বলতে পাখি জাতিকে বুঝাচ্ছে।)
5. Man is mortal. (Man বলতে মানুষ জাতিকে বুঝাচ্ছে।)
3. Material Noun কাকে বলে?
যে-সব Noun দ্বারা কোনো এক শ্রেণীর বস্তুর সমস্তটাকে একসঙ্গে বোঝায়, সেইসব Noun -কে Material Noun বলে। যেমনঃ
1. We cannot live without water. (এখানে যত Water আছে সমস্ত Water কে বোঝাচ্ছে।)
2. Gold is a precious thing. ( এখানে যত Gold আছে সমস্ত Gold কে বোঝাচ্ছে। )
3. Silver is white and bright. ( এখানে যত Silver আছে সমস্ত Silver কে বোঝাচ্ছে। )
4. Rice is our main food. ( এখানে যত Rice আছে সমস্ত Rice কে বোঝাচ্ছে। )
4. Collective Noun কাকে বলে?
যে-সব Noun দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেইসব Noun কে Collective Noun বলে। যেমনঃ
1. Sudip reads in class VII.
2. Riya is the manager of this company.
3. She is a member of this club.
5. Abstract Noun কাকে বলে?
যে-সব Noun দ্বারা দোষ, গুন্, অবস্থা প্রভৃতির নাম বোঝায় সেই সব Noun কে বলে Abstract Noun বলে। যেমনঃ
1. The kindness of Vidyasagar is known to all. (এখানে Kindness একটি গুনের নাম)
2. Cruelty is very harmful to everybody. (এখানে Cruelty একটি দোষের নাম)
3. I support the boy for his braveness. (এখানে Braveness একটি গুনের নাম)