নট কথাটির মানে নটিকাল মাইল। এক নটিকেল মাইল মানে ঘন্টায় ৬০৭৬.১২ ফিট বা ১৮৫২ মিটার গতি। বহুকাল আগে মানুষ অদ্ভুত উপায়ে জাহাজের গতি মাপত। মোটা দড়ি দিয়ে একটা ভারী কাঠ তীরভূমিতে বাঁধা থাকত জাহাজে রাখা দড়ির সঙ্গে। জাহাজ ছেড়ে দিলেই দড়িতে টান পড়ত। এই ভাবে একটা নির্দিষ্ট সময়ে কত দড়ি পেছনে ফেলে আসতে হলো, তা মেপেই জাহাজের গতি মাপা হতো।
পরবর্তীকালে ঐ দড়িতে সম দূরত্বে গিঁট বা নট ব্যবহার করা হতো। জাহাজ ছেড়ে দিলেই তীরের খুঁটিতে বাঁধা দড়িতে টান পড়তো। ফলে নাবিকের হাতের তালু দিয়ে কতগুলো নট বা গিঁট পার হয়ে গেল তা লক্ষ করেই গতি মাপা হতো। সেখানে থেকেই চলে এসেছে ‘নট’ কথাটি।