পৃথিবীর কোথায় চুম্বক কাঁটার উভয় প্রান্তই উত্তর-মুখো হবে?
যদি স্মরণে থাকে যে, পৃথিবীর চুম্বক মেরুদ্বয় ওর ভৌগলিক মেরুদ্বয় এর সজ্গে মেশে না। তাহলে বুঝতে সুবিধে হয় যে,
আমি কোন্ স্থানের কথা বলছি।
ভৌগলিক দক্ষিণ মেরুতে রাখলে চুম্বক কাঁটা কোন্ দিকে মুখ করে থাকবে?
ওর একপ্রান্ত সন্নিকটস্থ চুম্বকমেরুর দিকে মুখ করে থাকবে এবং অপর প্রান্ত থাকবে বিপরীত চুম্বক মেরুর মুখো হয়ে।কিন্তু ভৌগলিক দক্ষিণ মেরু থেকে যে দিকে যাওয়া যাক না কেন, আমাদেরকে সবসময়ই উত্তর দিকে যেতে হবে।।
প্রকৃত পক্ষে উত্তর দিক ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার উপায় নেই ।
ফলে সেখানে চুম্বক কাঁটার উভয় প্রান্তই উত্তর-মুখো হবে।
অনুরূপে ভৌগলিক উত্তর মেরুতে চুম্বক কাটার উভয় প্রান্তই দক্ষিণ মুখো হবে।।