Modal Ad Example
General Knowledge

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর || খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

1 min read

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর || খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ অংশ

প্রশ্ন : আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার একমাত্র বাংলাদেশি নারী কাউন্সিল সদস্য কে?
উত্তর : মাহ্ফুজা আক্তার কিরণ।

প্রশ্ন : বাংলাদেশ সর্বপ্রথম কবে এশিয়ান গেমসে অংশগ্রহণ করে?
উত্তর : ১৯৭৮ সালে ।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৩ ফেব্রুয়ারি ১৯৭২; বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা ।

প্রশ্ন : কোন দুটি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়?
উত্তর : রাষ্ট্রপতি এবং বাংলাদেশ একাদশ ।

প্রশ্ন : বাংলাদেশের মেয়েরা প্রথম ক্রিকেট ম্যাচ কোথায় খেলে?
উত্তর : কলকাতার ইডেন গার্ডেনে; ২৪ মার্চ ১৯৮৩ ৷

প্রশ্ন : নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফ সেঞ্চুরি করেন কে?
উত্তর : ফারজানা হক পিংকি (৫২/৬৩); বিপক্ষ- নিউজিল্যান্ড।

প্রশ্ন : AFC এশিয়ান কাপ-২০২৩ এ বাংলাদেশ বাছাইপর্বে কোন গ্রুপে খেলবে?
উত্তর : ‘ই’ গ্রুপ (আয়োজক : মালয়েশিয়া)।

প্রশ্ন : ৪৫তম জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব মানবী কে হন?
উত্তর : মানব- ইমরানুর রহমান এবং মানবী- সুমাইয়া দেওয়ান ।

প্রশ্ন : ২০২২ কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে কবে বাংলাদেশে আসে?
উত্তর : ৬ জানুয়ারি ২০২২ (২৬তম দেশ হিসেবে)।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি হিসেবে ন্যাশনাল রেসিং-এর চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর : অভিক আনোয়ার ।

প্রশ্ন : দেশের প্রথম বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কে?
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ (৫ মার্চ ২০২২)।

প্রশ্ন : ২৩ মার্চ ২০২২ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কততম ওয়ানডে সিরিজ জয়লাভ করে?
উত্তর : সপ্তম (২-১)।

প্রশ্ন : বাংলাদেশের কোন নারী ক্রিকেটার ১০০০ রান পার করে?
উত্তর : ফারজানা হক (আন্তর্জাতিক টি-২০ এবং ওয়ানডে)।

প্রশ্ন : ২০ মার্চ ২০২২ এশিয়ান হকি ফেডারেশন (AHF) কাপ জিতে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ (টানা চতুর্থবার)।

প্রশ্ন : ৩১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর : বাংলাদেশ নৌবাহিনী ( রানার্স আপ-বাংলাদেশ সেনাবাহিনী)।

প্রশ্ন : ১০ মে ২০২২ কোন দেশ আন্তর্জাতিক টেবিল টেনিসে প্রথমবার স্বর্ণ জিতে?
উত্তর : বাংলাদেশ (বিপক্ষ-শ্রীলংকা)।

প্রশ্ন : ৩০ জুন ২০২২ প্রথমবারের মতো আর্চার দিয়া সিদ্দিকী কোন পদক লাভ করেন?
উত্তর : বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (BKSP)-এর ব্লু পদক ।

প্রশ্ন : ৩ জুলাই ২০২২ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হন কে?
উত্তর : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

প্রশ্ন : ১৯ মে ২০২২ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : সুরো কৃষ্ণ চাকমা (বাংলাদেশ)।

প্রশ্ন : বাংলাদেশের কোন খেলোয়াড় ওয়ানডেতে প্রথম ১০০০ রান স্পর্শ করেন?
উত্তর : খালেদ মাসুদ (১৭ জুলাই ২০০৪)।

প্রশ্ন : ১০ অক্টোবর ২০২২ বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে কে ১০০ উইকেটের মালিক হন?
উত্তর : জাহানারা আলম (বিপক্ষ-শ্রীলংকা)।

প্রশ্ন : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন কোন নারী ক্রিকেটার?
উত্তর : ফারিহা ইসলাম (অভিষেক ম্যাচে)।

প্রশ্ন : মালয়েশিয়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান ডুয়াখলন এশিয়া চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় কোন বাংলাদেশি?
উত্তর : রাকিবুল ইসলাম।

আন্তর্জাতিক অংশ

প্রশ্ন : ক্লাব ফুটবলে সর্বাধিক গোলের মালিক কে?
উত্তর : ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।

প্রশ্ন : কমনওয়েলথ গেমস- 2022 এ ক্রিকেটের কোন ধরনটি অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর : নারী টি-২০ ক্রিকেট।

প্রশ্ন : একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন কে?
উত্তর : ডেনিস এমিস; ইংল্যান্ড (২৪ আগস্ট ১৯৭২)।

প্রশ্ন : ২০২২ সালে কোথায় ফুটবলার সাদিও মানের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়?
উত্তর : সেনেগালের সেদহতে।

প্রশ্ন : ২২ ডিসেম্বর ২০২১ ৬ষ্ঠ এশিয়ান হকিতে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর : দক্ষিণ কোরিয়া (প্রথমবারের মতো)।

প্রশ্ন : ৬ ফেব্রুয়ারি ২০২২ ভারত কততম ওয়ানডে ম্যাচ খেলে?
উত্তর : ১০০০তম ম্যাচ (বিপক্ষ-উইন্ডিজ)।

প্রশ্ন : ১২ মার্চ ২০২২ আন্তর্জাতিক মোটর রেস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : দুবাইয়ে ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়ন আয়োজন করে কে?
উত্তর : এমিরেটস মোটর স্পোর্টস অর্গানাইজেশন

প্রশ্ন : ৮ মার্চ ২০২২ চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করেন কে?
উত্তর : রবার্ট লেভান্ড ভোস্কি পোল্যান্ড/ বায়ার্ন মিউনিখ)।

প্রশ্ন : ১ অক্টোবর ২০২২ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ব্রিটিশ অভিনেতা স্টিফেন ফ্রাই ।

প্রশ্ন : ২১ এপ্রিল ২০২২ ফরাসি কাপ ফুটবলে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন কে?
উত্তর : স্তেফানি ফ্রাপাত ।

প্রশ্ন : ৬৭তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লাভ করে কোন দল?
উত্তর : রিয়াল মাদ্রিদ (রানার্স আপ -লিভারপুল)।

প্রশ্ন : ২৬ জুলাই ২০২২ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন সদস্য হয় কোন দেশ?
উত্তর : ৩টি। কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভরি কোস্ট।

প্রশ্ন : বর্তমানে ICC’র সদস্য দেশ কতটি?
উত্তর : ১০৮টি।

প্রশ্ন : ২৫ জুলাই ২০২২ সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড করেন কে?
উত্তর : গুস্তাভ ম্যাকেওন (১৮ বছর ২৮০ দিন); ফ্রান্স ।

প্রশ্ন : ২০ বছর ৩৩৭ দিন বয়সে আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরির রেকর্ড করেন কে?
উত্তর : হজরত উল্লাহ জাজাই; আফগানিস্তান (২০১৯ সালে)।

প্রশ্ন : ২১ জুলাই ২০২২ আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উত্তর : সাদিও মানে (সেনেগাল/বায়ার্ন মিউনিখ)।

প্রশ্ন : ৫-১৬ অক্টোবর ২০২২ চতুর্থবারের মতো কোন দেশে পথশিশুদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
উত্তর : কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটির অক্সিজেন পার্কে ।

5/5 - (11 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x