General Knowledge
1 min read

বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

❐ বাংলাদেশ নামে একটি গ্রাম ছিল- কাশ্মীরে
❐ বাংলাদেশ রোড অবস্থিত – আইভরি কোস্ট।
❐ বাংলাদেশ জেলা অবস্থিত – আর্মেনিয়া।
❐ বাংলাদেশ অ্যাভিনিউ অবস্থিত – মিশিগান, যুক্তরাষ্ট্র।
❐ বাংলাবাজার সিটি অবস্থিত – নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
❐ বাংলাদেশ স্কয়ার অবস্থিত – লাইবেরিয়া।
❐ লিটল বাংলাদেশ অবস্থিত – লস অ্যাঞ্জেলস।
❐ বাংলাদেশ ভবন অবস্থিত – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, ভারত।
❐ বাংলা টাউন অবস্থিত – মিশিগান, যুক্তরাষ্ট্র।
❐ বঙ্গবন্ধু স্কয়ার অবস্থিত – ফ্রান্স।
❐ বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ অবস্থিত – কলকাতা, ভারত।
❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত – দিল্লি, ভারত।
❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি অবস্থিত – কলকাতা, ভারত।
❐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক (বুলভারি) অবস্থিত – আঙ্কারা, তুরস্ক।
❐ শেখ মুজিব ওয়ে অবস্থিত – শিকাগো, যুক্তরাষ্ট্র।
❐ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবস্থিত – নমপেন, কম্বোডিয়া।

Rate this post