কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর!

আমরা এখানে যে প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করেছি এগুলো অবশ্যই আপনার জানা উচিত এবং ভবিষ্যতে এগুলো আপনার কাজে লাগবে।

আরো পড়ুন : রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সহজে মনে রাখুন!

থানা ও উপজেলার মধ্যেপার্থক্য কী?

থানা ও উপজেলা প্রশাসনিক কারনে আলাদা।থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ(OC) এবং উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার(UNO)।উলেখ্য,উপজেলায় চেয়ারম্যান থাকে ও ভাইস চেয়ারম্যান থাকে।

থানা আর মডেল থানা, কোতয়ালী থানার মধ্যে পার্থক্য কি?

থানার প্রধান দায়িত্বে থাকেন ওসি আর মডেল থানার ASP মডেল থানা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আর থানা সাধারণ অস্ত্রে সজ্জিত ।বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা ,ময়মনসিংহ।কোতয়ালী থানা – এক সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টটররা রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত দাঙ্গা পুলিশের মতো কোতয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত। কোতয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারত না তাদের ধরে এনে থানায় রাখত। পরবর্তীতে সেই থানা গুলোই কোতয়ালী থানা হিসেবে পরিচিত হয়েছে।

অববাহিকা বলতে কী বোঝায়?

ভূ-পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে গাঠনিককারনে বা অন্যভাবে নিম্নভূমি স্মৃষ্টি হলে এবং সে নিম্নভূমি পলল ধারন করার উপযোগী অবক্ষেপণ মঞ্চে পরিণত হলে তাকে অববাহিকা (basin)বলে।

বেনাপোল ও পেট্রোপোল কী?

বেনাপোল(বাংলাদেশ অংশের)ও পেট্রোপোল (ভারত অংশের)দুইটি স্থলবন্দর।

অভিবাসী ও শরণার্থীদের মধ্যেপার্থক্য কী ?

যখন কেউ নিজ দেশ ত্যাগ করে অন্যকোন দেশে শিক্ষা,ব্যবসা, চাকুরি,শ্রম , গবেষণা ইত্যাদির জন্য স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের উদ্দেশ্যে পাড়ী জমায় তখন তাকে অভিবাসী বলে আর রাজনৈতিক,সামাজিক, জাতিগত বিভিন্ন নিরাপত্তাগত কারণে নিজ ভূমিছেড়ে বা আশ্রয়ের সন্ধানে অন্য কোন দেশে অস্থায়ীভাবে অবস্থানকৃত জনসমষ্টিকে শরণার্থী বলে।

বামপন্থী ও ডানপন্থী বলতে কীবোঝায় ?

প্রগতিশীল মতবাদ ও সমাজতন্ত্রেরএবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীদেরবামপন্থী বলে ।অপরপক্ষে গণতান্ত্রিক,পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং ধর্মীয়প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থীবলে।

একাডেমি ও ইনস্টিটিউটের এরমধ্যে পার্থক্য কী ?

সাধারণত মৌলিক , প্রথাগত ,কারিগরি বা সামরিক শিক্ষাপ্রদানকারী প্রতিষ্ঠানকেএকাডেমি বলে। যেমন-বাংলাএকাডেমি,মেরিন একাডেমি।অপরপক্ষে পেশাগত বাব্যবস্থাপনাগত উন্নয়নমূলক শিক্ষাপ্রদানকারী বা কোন বিষয়েগবেষণা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউটবলে ।যেমন- বাংলাদেশ ধান গবেষণাইন্সটিটিউট, বাংলাদেশইনস্টিটিউটঅব ব্যাংক ম্যানেজমেন্ট।

ট্যাবলয়েড পত্রিকা কাকেবলে ?

সাধারণত যে সাইজের পত্রিকাছাপা হয় তার চেয়ে অর্ধেকসাইজের পত্রিকাকে ট্যাবলয়েডপত্রিকা বলে ।যেমন: মানবজমিন ।

অধিদপ্তর ও পরিদপ্তরের মধ্যেপার্থক্য কী ?

সাধারণত মন্ত্রণালয়ের অধীনস্থ একবা একাধিক দপ্তরকে অধিদপ্তর বলে,যার প্রধান হলেন মহাপরিচালক ।যিনি অতিরিক্ত সচিবেরমর্যাদাসম্পন্ন অন্যদিকেঅধিদপ্তরের অধীনস্ত এক বাএকাধিক দপ্তরকে পরিদপ্তর বলে যারপ্রধান হলেন পরিচালক । যিনিএকজন যুগ্ম সচিব বা উপসচিবেরমর্যাদাসম্পন্ন ।

ক্ষুদ্র নৃ-গোষ্টি ও উপজাতির মধ্যে পার্থক্য কি?

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

Recto & Verso কী?

বইয়ের পাতার ডানদিকের পৃষ্ঠাকেRecto বলে আর বইয়ের পাতারবামদিকের পৃষ্ঠাকে Verso বলে ।Verso গুলোতে জোড় সংখ্যা এবংRecto গুলোতে বিজোড় সংখ্যাথাকে।

নদী ও নদের মধ্যে পার্থক্য কী ?

সাধারণত বাংলা , হিন্দি ,ফারসিইত্রাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচকশব্দ অ-কারান্ত এবং নারী বাচক শব্দআ কারান্ত বা ই , ঈ -কারান্ত হয় ।যেমন- নদ-নদী , কুমার-কুমারীইত্যাদি।সুতরাং যে সকল নদীর নামপুরুষবাচক সেগুলোর পর নদ থাকে ।যেমন:নীলনদ , কপোতাক্ষ নদ , ব্রহ্মপুত্রনদ এবং ‘যেসকল নদীর নামস্ত্রীবাচক সেগুলোর পর নদী থাকেযেমন:পদ্মা নদী,মেঘনা নদী ইত্যাদি।

মহীসোপান ও মহীঢাল বলতেকী বুঝায় ?

পৃথিবীর মহাদেশগুলোর চর্তুদিকেস্থলভাগের যে অংশ অল্প অল্প ঢালুহয়ে সমুদ্রের পানির মধ্যে নেমেগেছে , তাকে মহীসোপান বলে।আর মহীসোপানের শেষ সীমাথেকে ভূ-ভাগ খাড়াভাবে নেমেসমুদ্রের গভীরে তলদেশের সাথেমিশে যাওয়া অংশকে মহীঢালবলে ।

মহাসাগর,সাগর, উপসাগর ,হ্রদের মধ্যে পার্থক্য কী ?

মহাসাগর- বিস্তীর্ন বিশালজলরাশি যার সীমা নির্ণয় করাপ্রায় দু:সাধ্য তাকে মহাসাগর।সাগর- মহাসাগরে চেয়ে ছোটবিস্তীর্ন জলরাশিকে সাগর বলে ।উপসাগর- যে সাগরে তিনদিক স্থলসীমানা দ্বারা পরিবেষ্টিততাকে উপসাগর বলে। হ্রদ -সাগরেরচেয়ে ছোট বিস্তীর্ন জলরাশি৪দিকে স্থল সীমানা দ্বারাপরিবেষ্টিত থাকে।

ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?

এই মতবাদের মূলনীতিব্যক্তিস্বাধীনতা।

সাম্রাজ্যবাদ কি?

অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ওসম্পদ বৃদ্ধি করার নাম সাম্রাজ্যবাদ।

ফ্যাসিবাদ কি?

ফ্যাসিবাদের মুখ্যনীতি জনগনের জন্যরাষ্ট্র নয় রাষ্ট্রের জন্য জনগন।রাষ্ট্রইসকল ক্ষমতার অধিকারী,ব্যক্তি নয়।

জাতীয়তাবাদ কি?

কোন জাতি বা সমাজের জাতীয়সংহতি বজায় রাখাকেজাতীয়তাবাদ বলে।১৯। মার্কসবাদ কি?কার্ল মার্কস এর মতবাদ ধনতান্ত্রিক,রাজতন্ত্র উচ্ছেদ করে শ্রেনীবৈষম্যহীন ব্যবস্থা কায়েম করাই এরকাজ।

অ্যাডাল্ট ফ্রাঙ্কাইজ বলতে কিবুঝায়?

জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষেপ্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ ও মহিলাভোটারদের ভোট অধিকার।

অ্যাপার্ট হেড কি?

জাতিগত বা বর্ণগত বৈষম্য কেঅ্যাপার্ট হেড বলে।

স্যাভাটোজ কি?

অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোনকিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্যকরা।

ফেডারেশন কি?

ফেডারেশন বা যুক্তরাষ্ট্র হচ্ছেকয়েকটি অঙ্গ রাজ্য বা প্রদেশ নিয়েগঠিত, যার ক্ষমতা কেন্দ্রীয় বাপ্রাদেশিক সরকারের মধ্যেসাংবিধানিকভাবে বণ্টন হয়।যেমন আমেরিকা, কানাডা।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top