মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ কয়টি ও কি কি?

মৌলিক পদার্থ কি?

যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। অর্থাৎ, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে।

যেমন– হাইড্রোজেন (H), অক্সিজেন (O), কার্বন (C), আয়রণ (Fe), কপার(Cu) ইত্যাদি। হাইড্রোজেনকে যত ভাগে ভাগ করা হোক—হাইড্রোজেনই পাওয়া যাবে। একইভাবে সোডিয়ামকে ভাগ করলেও শুধু সোডিয়ামই পাওয়া যায়।

মৌলিক পদার্থ কয়টি ও কি কি?

যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়।

এ পর্যন্ত মোট ১১৮টি মৌল বা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে ৯৪টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকী ২৪টি কৃত্রিম উপায়ে তৈরী করা হয়েছে। সাধারণত, প্রতিটি মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ একই মৌলের প্রতিটি পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে । তাই, খুব সহজেই প্রোটন সংখ্যা দ্বারা কোন মৌল চেনা যায়।

যে মৌল বা মৌলিক পদার্থগুলো প্রকৃতিতে পাওয়া যায় তার মধ্যে ৩২ টি মুক্তভাবে অর্থাৎ মৌলিক খনিজরূপে প্রকৃতিতে বিদ্যমান থাকে। যেমন, তামা, সোনা, রূপা, কার্বন, গন্ধক ইত্যাদি। বাকী মৌলগুলো বিভিন্ন যৌগ হিসেবে প্রকৃতিতে বিদ্যমান থাকে।

১১৮ টি মৌলের পূর্ণ তালিকা

পারমাণবিক
সংখ্যা
মৌলের নাম প্রতীক
হাইড্রোজেন H
হিলিয়াম He
লিথিয়াম Li
বেরিলিয়াম Be
বোরন B
কার্বন C
নাইট্রোজেন N
অক্সিজেন O
ফ্লোরিন F
১০ নিয়ন Ne
১১ সোডিয়াম Na
১২ ম্যাগনেসিয়াম Mg
১৩ অ্যালুমিনিয়াম Al
১৪ সিলিকন Si
১৫ ফসফরাস P
১৬ সালফার S
১৭ ক্লোরিন Cl
১৮ আর্গন Ar
১৯ পটাশিয়াম K
২০ ক্যালসিয়াম Ca
২১ স্ক্যান্ডিয়াম Sc
২২ টাইটেনিয়াম Ti
২৩ ভ্যানাডিয়াম V
২৪ ক্রোমিয়াম Cr
২৫ ম্যাঙ্গানিজ Mn
২৬ লোহা Fe
২৭‌ কোবাল্ট Co
২৮ নিকেল Ni
২৯ তামা Cu
৩০ দস্তা Zn
৩১ গ্যালিয়াম Ga
৩২ জার্মেনিয়াম Ge
৩৩ আর্সেনিক As
৩৪ সেলেনিয়াম Se
৩৫ ব্রোমিন Br
৩৬ ক্রিপ্টন Kr
৩৭ রুবিডিয়াম Rb
৩৮ স্ট্রনশিয়াম Sr
৩৯ ইট্রিয়াম Y
৪০ জারকোনিয়াম Zr
৪১ নাইওবিয়াম Nb
৪২ মলিবডিনাম Mo
৪৩ টেকনিসিয়াম Tc
৪৪ রুথেনিয়াম Ru
৪৫ রোডিয়াম Rh
৪৬ প্যালেডিয়াম Pd
৪৭ রূপা Ag
৪৮ ক্যাডমিয়াম Cd
৪৯ ইন্ডিয়াম In
৫০ টিন Sn
৫১ অ্যান্টিমনি Sb
৫২ টেলুরিয়াম Te
৫৩ আয়োডিন I
৫৪ জেনন Xe
৫৫ সিজিয়াম Cs
৫৬ বেরিয়াম Ba
৫‌৭ ল্যান্থানাম La
৫৮ সিরিয়াম Ce
৫৯ প্রাসিওডিমিয়াম Pr
৬০ নিওডিমিয়াম Nd
৬১ প্রমিথিয়াম Pm
৬২ সামেরিয়াম Sm
৬৩ ইউরোপিয়াম Eu
৬৪ গ্যাডালিনিয়াম Gd
৬৫ টারবিয়াম Tb
৬৬ ডিসপ্রোজিয়াম Dy
৬৭ হোলমিয়াম Ho
৬৮ আরবিয়াম Er
৬৯ থুলিয়াম Tm
৭০ ইটারবিয়াম Yb
৭১ লুটিশিয়াম Lu
৭২ হ্যাফনিয়াম Hf
৭৩ ট্যান্টালাম Ta
৭৪ টাংস্টেন W
৭৫ রিনিয়াম Re
৭৬ অসমিয়াম Os
৭৭ ইরিডিয়াম Ir
৭৮ প্লাটিনাম Pt
৭৯ সোনা Au
৮০ পারদ Hg
৮১ থ্যালিয়াম Tl
৮২ লেড Pb
৮৩ বিজমাথ Bi
৮৪ পোলোনিয়াম Po
৮৫ অ্যাস্টাটিন At
৮৬ রেডন Rn
৮৭ ফ্র্যান্সিয়াম Fr
৮৮ রেডিয়াম Ra
৮৯ অ্যাক্টিনিয়াম Ac
৯০ থোরিয়াম Th
৯১ প্রোট্যাক্টিনিয়াম Pa
৯২ ইউরেনিয়াম U
৯৩ নেপচুনিয়াম Np
৯৪ প্লুটোনিয়াম Pu
৯৫ অ্যামারিসিয়াম Am
৯৬ কুরিয়াম Cm
৯৭ বার্কিলিয়াম Bk
৯৮ ক্যালিফোর্নিয়াম Cf
৯৯ আইনস্টাইনিয়াম Es
১০০ ফার্মিয়াম Fm
১০১ মেন্ডেলিভিয়াম Md
১০২ নোবেলিয়াম No
১০৩ লরেনসিয়াম Lr
১০৪ রাদারফোর্ডিয়াম Rf
১০৫ ডুবনিয়াম Db
১০৬ সিবোর্গিয়াম Sg
১০৭ বোহরিয়াম Bh
১০৮ হ্যাসিয়াম Hs
১০৯ মাইটনেরিয়াম Mt
১১০ ডার্মস্টাটিয়াম Ds
১১১ রান্টজেনিয়াম Rg
১১২ কোপার্নিসিয়াম Cn
১১৩ নিহোনিয়াম Nh
১১৪ ফ্লিরোভিয়াম Fl
১১৫ মস্কোভিয়াম Mc
১১৬ লিভারমোরিয়াম Lv
১১৭ টেননেসিন Ts
১১৮ ওগানেসন Og

আজ এ পর্যন্তই। পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *