Modal Ad Example
Islamic

ঈদের দিনের সুন্নত কাজ

1 min read

ঈদ শব্দটির আরবি শব্দমূল হচ্ছে আউদ। এর অর্থ হলো যা ফিরে ফিরে বারবার আসে। নৈতিক, আত্মিক,সামাজিক ইত্যাদি গন্ডি পেরিয়ে সামষ্টিক কল্যাণ নিয়ে আসে ঈদ।

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় বিচারে এর বিশেষ কিছু মার্যাদা রয়েছে। এ দিনটি উৎযাপনের জন্য এ দিনের রয়েছে বিশেষ কিছু সুন্নত। চলুন তাহলে ঈদের দিনের সুন্নত কাজগুলো সম্পর্কে জেনে নেই –

  1. অন্যান্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে উঠা। (বায়হাকী, হাদীস নং-৬১২৬)
  2. মেসওয়াক করা। (তাবয়ীনুল হাকায়েক – ১/৫৩৮)
  3. গোসল করা। হাদিসে উল্লেখ আছে যে, রাসূল (সাঃ) দুই ঈদের দিন গোসল করতেন। (মুসনাদে বায‍যার, হাদিস: ৩৮৮০)
  4. ভালো পোশাক পরিধান করা। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত যে তিনি দু ঈদের দিনে সুন্দরতম পোশাক পরিধান করতেন। (বায়হাকী : ১৯০১)
  5. শরীয়তসম্মত সাজসজ্জা করা। (বুখারী, হাদীস নং-৯৪৮)
  6. খুশবু (সুগন্ধি) লাগান। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০)
  7. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া। আর ঈদুল আযহার দিনে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানির গোশত খাওয়া উত্তম। বুরাইদা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানীর গোশত খেতেন। (আহমদ : ১৪২২)
  8. ঈদের নামাজের আগেই ফেতরা আদায় করা। ইবনু উমর (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.)লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদকাতুল ফিত্‌র আদায় করার নির্দেশ দেন। (বুখারী, হাদীস নং-১৪২১)
  9. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং-১১৫৭)
  10. পায়ে হেঁটেগাহে যাওয়া। আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন : সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। (তিরমিযী : ১৮৭ )
  11. ঈদগাহে ঈদের নামাজ পড়া, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮)
  12. যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। (বুখারী, হাদীস নং-৯৮৬)
  13. ঈদুলফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় চুপি চুপি নিম্নের তাকবীর পড়া। ???

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

কিন্তু ঈদুল আযহার সময় ঈদগাহে যাওয়ার সময় পথে এই তাকবীর আওয়াজ করে পড়তে পড়তে যাওয়া ইত্যাদি। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫)

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x