Modal Ad Example
পড়াশোনা

প্রবাদ প্রবচন কি বা কাকে বলে? গুরুত্বপূর্ণ ৬০ টি প্রবাদ প্রবচন

2 min read

প্র মানে বিশিষ্ট এবং বাদ বা বচন মানে কথা। অর্থাৎ, বিশিষ্ট তাৎপর্যপূর্ণ কথায় প্রবাদ বা প্রবচন।অর্থাৎ, অভিজ্ঞতালব্ধ কোন গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ প্রবচন বলে। যেমন – চোর পালালে বুদ্ধি বাড়ে।

ভাষাবিজ্ঞানী ও ব্যাকরণবিদ ড. সুশীল কুমার দে’র মতে, ” বিশিষ্ট আকারে প্রকাশিত হইলেও ইহা (প্রবাদ) সাধারণভাবে প্রযোজ্য। কাহাকেও লক্ষ্য করা নয়, অথচ সকলকেই লক্ষ্য করা ইহার উদ্দেশ্য। একজনের সহজ বুদ্ধিতে সহসা প্রচলিত হইলেও বহুজনের সুলভ বুদ্ধির উপায় ও ক্ষিপ্ত প্রয়োগের অস্ত্র।”

গুরুত্বপূর্ণ ৬০ টি প্রবাদ প্রবচন

১. ইচ্ছে থাকলে উপায় হয়। (উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছেই যথেষ্ট)
Where there is a will, there is a way.

২. অতি চালাকের গলায় দড়ি ।( বেশি চালাকি করলে বিপদে পড়তে হয়)
Every fox must pay his skin to the furrier.

৩. অতি দর্পে হতা লঙ্কা । ( বেশি অহংকার করলে পতন ঘটে)
Pride will have a fall.

৪. অতি ভক্তি চোরের লক্ষণ ।(বেশি ভক্তিতে সন্দেহ জাগে)
Too much courtesy, full of craft.

৫. অতি লোভে তাঁতি নষ্ট । ( বেশি লোভে অনেক ক্ষতি হয়)
Grasp all, loose all.

৬. অতিবাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে ।( অহংকার করলে পতন অবশ্যই)
Pride will have a fall.

৭. অধিক সন্যাসিতে গাজন নষ্ট । ( বহুুুুুুজনের মতামতে কোন কাজ হয় না)
Too many cooks spoil the broth.

৮. অর্ধ সত্য মিথ্যা অপেখা ভয়ঙ্কর ।
Half truth is more frightening than falsehood.

৯. আঁস্তাকুড়ের পাত কখনও স্বর্গে যায় না ।
An ignoble person can never continue in a noble company.

১০. আতুরে নিয়ম নাস্তি ।
Necessity knows no evil.

১১. নিজের পায়ে কুড়াল মারা । ( নিজের ক্ষতি নিজে করা)
To dig one’s own grave.

১২. উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।
Morning shows the day.

১৩. উলুবনে মুক্তো ছড়ানো ।(অযোগ্য লোককে মূল্যবান জিনিস দেওয়া)
Pearls before swine.

১৪. উৎপাতের কড়ি চিৎপাতে যায়।
Ill got, ill spent.

১৫. একবার না পারিলে দেখ শতবার ।(বারবার চেষ্টা করলে সফল হওয়াা যায়।)
If at first try you don’t succeed, try, try again!

১৬. কত হাতি গেল তল, মশা বলে কত জল ।
Fools rush in where angels fear to tread.

১৭. কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে
Being unnecessarily flashy is pointless

১৮. কাঁটা দিয়ে কাঁটা তোলা । (শত্রু দিয়ে শত্রু ধ্বংস করা)
Using a thorn to remove a thorn.

১৯. কাটা ঘায়ে নুনের ছিটে ।(কষ্টেরউপর কষ্ট দেওয়া)
To add insult to injury.

২০. কানা গরুর ভিন্ন পথ ।
The fool strays from the safe path.

২১. কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।(কারো সুসময় কারো দুুঃসময়)
One’s harvest month, is another’s complete devastation.

২২. খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে ।
Go further and fare worse.

২৩. গতস্য শোচনা নাস্তি ।
It is no use crying over spilt milk.

২৪. ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ।( ভুক্তভোগী মাত্র বিপদে ভীত হয়)
Once bitten twice shy.

২৫. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি ।( চতুরব্যাক্তিকে কৌশলে জব্দ করা)
You are after the honeycomb but have forgotten the bees.

২৬. চক্ষু মন্দ তো জগৎ মন্দ ।
All seems yellow to the jaundiced eye.

২৭. চুরি-বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা ।(চুুুরি করলে টাকা মেলে কিন্তু ধরা পড়লে মার হয়)
Nothing like stealing if it goes undetected.

২৮. চোরে-চোরে মাসতুত ভাই ।(খারাপের সাথে খারাপের বন্ধুত্ব)
Birds of a feather, flock together.

২৯. ডাঙায় বাঘ জলে কুমির ।(দুদিকে ইবিপদ)
Between a rock and a hard place

৩০. তালপুকুর নাম কিন্তু ঘটি ডোবে না ।
Long title but little purse.

আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন

৩১. তিলক কাটলেই বৈষ্ণব হয় না ।
It is not the hood that makes a monk.

৩২. তিলকে তাল করা ।( সামান্য ব্যাপারকে বাড়িয়ে গুরুতর করা)
To make a mountain of a molehill.

৩৩. থোড়-বড়ি খাড়া, খাড়া-বড়ি থোড় ।
Old wine in new bottles.

৩৪. দরিদ্রে আহার খোঁজে, ধনীতে খোঁজে ক্ষুধা ।
The poor seeks food, the rich appetite.

৩৫. দশের লাঠি একের বোঝা ।( দশজনের জন্য যা সহজ একজনের জন্য তা কঠিন)
Many a little makes a mickle.

৩৬. ধান ভানতে শিবের গীত ।(প্রসঙ্গ ছেড়ে অন্য কথা)
Saying something totally irrelevant to the present occasion.

৩৭. নাই মামার চেয়ে কানা-মামা ভাল।(নিঃস্ব হওয়ার চেয়ে সামান্য কিছু থাকা ভালো)
Half a loaf is better than no loaf.

৩৮. নাচতে না জানলে উঠোন বাঁকা ।(নিজের অক্ষমতা অন্যের উপর চাপিয়ে দেওয়া)
A bad workman quarrels with his tools.

৩৯. নুন আনতে পান্তা ফুরোয় ।(অত্যধিক দারিদ্রের মধ্যে দিন কাটায়)
After meat comes mustard.

৪০. পর্বতের মূষিক প্রসব ।(বৃহৎ আয়োজনের সামান্য ফল)
Much ado about nothing.

৪১. পৈতে থাকলেই বামুন হয় না ।
All are not saints that go to church.

৪২. বহ্বারম্ভে লঘুক্রিয়া ।
Much cry and little wool.

৪৩. বাঁশের চেয়ে কঞ্চি দড় ।(বড়র চেয়ে ছোটর অধিক বড়াই)
The chip is tougher than the old block.

৪৪. বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর ।
When the cat is away, the mice will play.

৪৫. বারো মাসে তেরো পার্বণ ।
A superabundance of occasions for celebrations.

৪৬. ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ।(সৌভাগ্যবানের অভাব হয় না)
Fortune favours the brave.

৪৭. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ।
Look before you leap.

৪৮. যারে দেখতে নারি তার চলন বাঁকা ।(অপছন্দের লোকের সব কাজই অপছন্দনীয়)
Faults come thick where love is thin.

৪৯. যেমন কর্ম তেমন ফল ।(কাজ অনুযায়ী ফল পাওয়া)
As you sow so you reap.

৫০. যেমন কর্ম তেমনি ফল ।(কাজ অনুযায়ী ফল পাওয়া)
As you brew, so you drink.

৫১. রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ।(ক্ষমতাবানদের দ্বন্দ্বে গরিবদের ক্ষতি)
While the kings make war, the civilians die.

৫২. লোভে পাপ, পাপে মৃত্যু ।(লোভ সকল বিনাশের কারণ)
In greed is sin, in sin is death.

৫৩. শাক দিয়ে মাছ ঢাকা ।(একটা দিয়ে অন্যটাকে ধামাচাপা দেওয়া)
To try to hush something up, when it already known to many.

৫৪. সময় বহিয়া যায় নদির স্রোতের প্রায় ।
Time is money.

৫৫. সাত মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না ।
If the sky falls, we shall catch larks.

৫৬. হাটে হাঁড়ি ভাঙা ।(গোপন কথা ফাঁস করা)
To wash one’s dirty linen in public.

৫৭. অগভীর জলে সফরী ফরফরায়তে ।
An empty vessel sounds much.

৫৮. নিজের চরকায় তৈল দিন।
Comment your own post

৫৯. নাচতে না জানলে উঠান বাঁকা। (নিজের অক্ষমতা অন্যের উপর চাপিয়ে দেওয়া)
A bad workman quarrels with his tools.

৬০. ধর্মের কল বাতাসে নড়ে। (সত্য কখনো চাপা থাকে না)
Virtue proclaims itself

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x