বাংলা ১২ / বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

আমরা বাঙালি। কিন্তু বাঙালি হওয়া স্বত্ত্বেও অনেকে বাংলা মাসের নাম জিগালে বলতে পারি না, বা বাংলা ১২ মাসের নাম জানি না। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এ আর্টিকেলটি লিখা। এটি পড়ে আপনি খুব সহজেই বাংলা বারো মাসের নামগুলো শিখতে পারবেন। এরপর থেকে কেউ জিগালে আপনি সহজেই উওর দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন বাংলা বারো (১২) মাসের নাম জেনে নেই।

বাংলা ১২ / বারো মাসের নাম

বাংলা মাস ইংরেজি মাস কাল / ঋতু
বৈশাখ এপ্রিল – মে গ্রীষ্ম
জ্যৈষ্ঠ মে – জুন গ্রীষ্ম
আষাঢ় জুন – জুলাই বর্ষা
শ্রাবণ জুলাই – আগস্ট বর্ষা
ভাদ্র আগস্ট – সেপ্টেম্বর শরৎ
আশ্বিন সেপ্টেম্বর – অক্টোবর শরৎ
কার্তিক অক্টোবর – নভেম্বর হেমন্ত
অগ্রহায়ণ নভেম্বর – ডিসেম্বর হেমন্ত
পৌষ ডিসেম্বর – জানুয়ারি শীত
মাঘ জানুয়ারি – ফেব্রুয়ারী শীত
ফাল্গুন ফেব্রুয়ারি – মার্চ বসন্ত
চৈত্র মার্চ – এপ্রিল বসন্ত

বাংলা ১২ / বারো মাসের নাম ইংরেজিতে

  • Boisakh
  • Joishtho
  • Ashar
  • Srabon
  • Vadro
  • Ashwin
  • Kartik
  • Agrahyan
  • Poush
  • Magh
  • Falgun
  • Chaitra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *