প্রিন্টার (Printer) কাকে বলে? প্রিন্টার কত প্রকার ও কি কি?

প্রিন্টার কাকে বলে? (What is called Printer in Bengali/Bangla?)
যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার (Printer) বলে। এটি বহুলব্যবহৃত আউটপুট ডিভাইস (Output Device)। কম্পিউটারে কোন ডকুমেন্ট তৈরি করে প্রিন্ট হওয়ার নির্দেশ দিলেই প্রিন্ট হবে না, প্রতিটি প্রিন্টারের নিজস্ব প্রিন্ট ড্রাইভার (প্রোগ্রাম) আছে। কম্পিউটারের সাথে সংযুক্ত প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে।

প্রিন্টার কী ধরনের ডিভাইস?
কম্পিউটারের সিস্টেম ইউনিট থেকে ফলাফল আকারে যা বেরিয়ে আসে, তাকে বলে আউটপুট। আর যে যন্ত্রের ভেতর দিয়ে ফলাফল বেরিয়ে আসে, সে যন্ত্রটিকে বলা হয় আউটপুট ডিভাইস। যেহেতু কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভেতর থেকে ডকুমেন্ট মুদ্রিত আকারে বেরিয়ে আসে, তাই প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।

প্রিন্টারের প্রকারভেদ (Types of Printer)
প্রিন্টার প্রধানত দুই প্রকার। যথাঃ-
১। ইমপ্যাক্ট প্রিন্টার।
২। নন ইমপ্যাক্ট প্রিন্টার।

১। ইমপ্যাক্ট প্রিন্টারঃ ইমপ্যাক্ট প্রিন্টার কাগজের উপর হেড স্পর্শ করে প্রিন্ট করে। এই ধরনের প্রিন্টারে ছবি ও প্রিন্ট ভালো হয় না। তাই এই ধরনের প্রিন্টার বর্তমানে বিশেষ কাজে ব্যবহার হয় না। এই প্রিন্টারে ঘর্ষণের ফলে জোরে জোরে শব্দ সৃষ্টি হয়। এই ধরনের প্রিন্টার এর উদাহরণ হলো- ডট মেট্রিক্স প্রিন্টার।

২। নন ইমপ্যাক্ট প্রিন্টারঃ এই ধরনের প্রিন্টারগুলি বেশি শব্দ সৃষ্টি করে না। কারণ এই ধরনের প্রিন্টারগুলি প্রিন্ট করার সময় কাগজকে স্পর্শ করে না। এই ধরনের প্রিন্টারে লেখা, ছবি এবং গ্রাফিক্স অনেক পরিষ্কার হয়। নন ইমপ্যাক্ট প্রিন্টার এর উদাহরণ হলো- ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার এবং প্লটার ইত্যাদি।

ইমপ্যাক্ট প্রিন্টার দুই প্রকার। যথাঃ-
১। লাইন প্রিন্টার : লাইন প্রিন্টারে প্রতিবার একটি সম্পূর্ণ লাইন ছাপা হয়। লাইন প্রিন্টার প্রতি মিনিটে ২০০ থেকে ৩০০ লাইন ছাপতে পারে।
২। সিরিয়াল প্রিন্টার।

আবার, লাইন প্রিন্টার দুই প্রকার। যথাঃ-
i) চেইন প্রিন্টার।
ii) ড্রাম প্রিন্টার।

আবার, সিরিয়াল দুই প্রকার। যথাঃ-
i) ডট ম্যাট্রিক প্রিন্টার।
ii) ডেইজ হুইল প্রিন্টার।

নন ইমপ্যাক্ট প্রিন্টার চার প্রকার। যথাঃ-
১। থার্মাল প্রিন্টার।
২। স্থির বৈদ্যুতিক প্রিন্টার।
৩। ইঙ্কজেট প্রিন্টার।
৪। লেজার প্রিন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *