কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করার সেরা ১০ টি ওয়েবসাইট

আমরা আমাদের ব্যক্তিগত বা বাণিজ্যিক প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রায়ই অসংখ্য ফটো ডাউনলোড করি৷ আবার কখনো কখনো নিজের প্রয়োজনে এসব ফটোর বিভিন্ন অংশের পরিবর্তন করেও ব্যবহার করি। অন্যান্য ওয়েবসাইট থেকে ফটো এনে নিজের প্রয়োজনে ব্যবহার করলে আপনি অনেক সময় কপিরাইট আইনের আওতায় পড়ে যেতে পারেন। কি হবে আপনার ফটো কপিরাইট খেলে?
কপিরাইটের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন আইন চালু রয়েছে। আমেরিকাতে একটি কপিরাইটের জন্য কপিরাইটকারীর 750 ডলার থেকে 30,000 ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। তবে ফটোর আসল মালিক চাইলে কপিরাইটকারীর জটিমানা 150,000 ডলার পর্যন্তও যেতে পারে।
তাহলে বুঝায় যাচ্ছে কপিরাইট ফটো ব্যবহার করা একজনের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে। তবে এর থেকে পরিত্রাণের সুযোগও রয়েছে। বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যারা কপিরাইট মুক্ত অসংখ্য উচ্চ-মানের ফটো আপনার ব্যক্তিগত বা বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের সুযোগ দেয়। এসকল কপিরাইট মুক্ত ফটো আপনি বিনাখরচে আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। চাইলে অনেক ফটোর বিভিন্ন অংশ পরিবর্তন করেও আপনি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। ইতিহাস-ঐতিহ্য থেকে শুরু করে বর্তমান সময়ে সকল গুরুত্বপূর্ণ ফটোই আপনি এসকল সাইটে বিনামূল্যে পাবেন। এমনি ১০ টি সেরা ওয়েবসাইট হলোঃ

1. Freerange

 

একবার আপনি Freerage এ বিনাখরচে নিবন্ধন করে সদস্য হয়ে গেলে , হাজার হাজার উচ্চ-রেজোলিউশনের স্টক ফটো (high-resolution image) বিনা ব্যয়ে আপনার নখদর্পণে চলে আসবে। খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় ফটো খুঁজে নিতে পারবেন। প্রত্যেকটি ফটো ক্যাটাগরী অনুযায়ী সাজানো থাকে, যা আপনাকে আপনার পছন্দের ছবি খুঁজে পেতে সহায়তা করতে পারে। ওয়েবসাইটের সমস্ত ফটো ব্যক্তিগত বা বাণিজ্যিক প্রকল্পের জন্য ব্যবহার করতে পারবেন।
তাছাড়া ফটোগ্রাফারদের জন্য রয়েছে দারুন সুযোগ। যেসকল ফটোগ্রাফার Freerange এ অবদান রাখেন তাদেরকে তখন গুগল অ্যাডসেন্স উপার্জন ভাগ করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
অর্থাৎ আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। হাজার হাজার অন্যান্য ফটোর পাশাপাশি, এই সাইটে প্রায় 20,000 সিসি0 (CC0) ফটো রয়েছে।

2. Unsplash

 

Unsplash হ’ল একটি অনলাইন বিপণন সংস্থা যা আপনার ডিজাইনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিবেদিত। বিনাখরচায় স্টক ফটোগ্রাফি সরবরাহ করার পাশাপাশি, Unsplash এর মেডউইথ(Madewith) সেকশনের সাহায্যে ব্যবহারকারীরা তাদের নিজেদের গ্রাফিক ডিজাইনের কাজও প্রদর্শন করতে পারে।
এখানে ফটো গুলো খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। সার্চ করার পাশাপাশি স্কর্ল-ডাউন করে এই সাইট ফটোগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফটো ডাউনলোড করতে পারবেন।
তবে চাইলে এতে আপনি ফটোর সাইজও (Small, Medium, Large, Original size) সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।
Unsplash হতে পারে ফটো আপলোড-ডাউনলোডের জন্য আপনার পছন্দের একটি সাইট।

3. Pexels

 

Pexels এমন একটি ওয়েবসাইট যা আপনাকে সর্বদা সহায়তা করতে চায়। 2015 সাল থেকে এর যাতরা শুরু হয়েছে, বর্তমানে এটি একটি নামী স্টক ফটো লাইব্রেরি হয়ে উঠেছে। তাদের মিশনের বিবৃতিটি তাদের লক্ষ্যকে সর্বোত্তম করে তুলেছে। তাদের মূল বিবৃতটি হলোঃ

We help millions of designers, writers, artists, programmers and other creators to get access to beautiful photos that they can use freely which empowers them to create amazing products, designs, stories, websites, apps, art and other work. We call it: “Empowering Creators”—Pexels.com

Pexels একটি ইউনিক ওয়েবসাইট, এটি কেবল Pexels ওয়েবসাইটে থাকা ফটোগুলো প্রদর্শন করে না। এটি অন্যান্য উচ্চ-মানের ওয়েবসাইট যেমন লিটল ভিজ্যুয়াল (Little Visulas) থেকে ফটোগুলো আউটসোর্স করে।
এখানে আপনার একাউন্ট তৈরি করারও সুযোগ রয়েছে। আপনি আপনার একাউন্টে ইচ্ছে মতো ফটো আপলোড করতে পারবেন।
সর্বোপরি, Pexels ওয়েবসাইট সর্বোচ্চ মানের ফটোগুলো নিশ্চিত করতে এর ফটোগুলো স্ক্রীন করে। তাছাড়া আপনি এই সাইট থেকে কপিরাইটমুক্ত স্টক ভিডিওগুলোও ডাউনলোড করতে পারেন।

4. Life of Pix

ঘন্টার মধ্যেই আপনি Life of Pix এর উপলভ্য সুন্দর কপিরাইট-মুক্ত ফটোগুলোর মধ্যে সহজেই নিজেকে হারিয়ে ফেলতে পারেন। এখানকার প্রত্যেকটি ফটোই উচ্চ-রেজোলিউশনের(high-resolution image)। এগুলো ডাউনলোড করার পাশাপাশি শেয়ার করতে পারবেন টুইটার, ফেসবুক সহ আপনার পছন্দের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এটি মন্ট্রিলের LEEROY বিজ্ঞাপন সংস্থা দ্বারা নির্মিত, বিনামূল্যে এবং পাবলিক ডোমেন ফটোগ্রাফির জন্য একটি বড় আস্তানা।
তাছাড়া, আপনি Life of Pix ওয়েবসাইটটিতে অনেক চিত্তাকর্ষক স্টক ভিডিও ফুটেজ পাবেন, যা বিনামূল্যে আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত বা ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন পাওয়া যায়।

5. StockSnap

 

SockSnap আপনাকে বিনামূল্যে স্টক ফটোর একটি দুর্দান্ত এবং বিস্তৃত গ্রন্থাগার সরবরাহ করবে। শত শত উচ্চ-মানের ফটো প্রতিনিয়ত এতে যোগ করা হচ্ছে।
Snap একটি ভাল ফটোগ্রাফার গ্রুপের ফটো স্টক কারখানা। StockSnap এর প্রতিটি একক ফটো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত বা ব্যবসার জন্য যেকোন ক্যাটাগরীর বিনামূল্যে ফটো ডাউনলোডের একটি বড় সাইট হলো এটি। এখানকার প্রতিটি ফটো আপনি আংশিক বা সম্পূর্ণ মডিফাই করেও ব্যবহার করতে পারবেন। যারা কপিরাইট মুক্ত ভাল মানের ফটো ডাউনলোড করতে চান, তাদের জন্য এটি একটি আকাঙ্ক্ষিত ওয়েবসাইট হতে পারে।

6. Pixabay

 

Pixabay হল আরেকটি ফটো সংগ্রহস্থল যা অন্যান্য ফটো হোস্টিং সাইটগুলোর ফটোগুলোকে একীভূত করেছে।
এটি সর্বদা আপনার নিজের ব্যক্তিগত বা বাণিজ্যিক ব্যবহারের জন্য সবচেয়ে ভাল ফটোগুলো স্টক করার চেষ্টা করে। এটি প্রারম্ভিক এবং পেশাদার উভয় ফটোগ্রাফারদের জন্য একটি দুর্দান্ত উৎস। এই সাইটে বিনামূল্যে ডাউনলোডযোগ্য 1.7 মিলিয়নেরও বেশি উচ্চ-মানের ফটো এবং ভিডিও রয়েছে।
তাছাড়া এই সাইট থেকে আপনি ফটো, ভিডিও ডাউনলোডের পাশাপাশি অসংখ্য মিউজিক (music), ভেক্টর গ্রাফিক্স (Vector graphics), ইলাস্ট্র্যাশনস (Illustrations) ডাউনলোড করতে পারবেন।

7. Wikimedia

 

Wikimedia Commons সত্যই চমকপ্রদ চিত্রের সংগ্রহশালা সরবরাহ করে। প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত ফটো থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনাগুলোর ফটো সমস্তই আপনি এখানে পাবেন। ফটো, ভিডিও, অডিও সহ এখানে প্রায় 61 মিলিয়নেরও বেশি বিনামূল্যে ব্যবহারযোগ্য ফাইল রয়েছে।
এটি গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার এবং শিল্পীদের বিনামূল্যে, উচ্চমানের ফটো প্রাপ্তির একটি বড় সাইট। ফ্রি ফটো, শিক্ষা এবং প্রয়োজনীয় তথ্য উৎসর্গীকৃত একটি বৃহত্তর সংস্থার অংশ হলো wikimedia।

8. Burst

তাদের ভাষ্যমতে, আপনি যখন খুব কষ্ট সহকারে একটি কাজ করেন তখন আপনি কিছু ভাল ফলাফল উপভোগ করতে পারবেন, আর Burst হলো এমনি একটি ওয়েবসাইট।

Burst কেবল অন্বেষণ করার জন্য একটি চটজলদি ইন্টারফেস সরবরাহ করে না, তারা আপনাকে আপনার পছন্দের ফটো সিলেক্ট করতে একটি সুন্দর ফ্লাটফর্ম উপহার দিবে। কপিরাইট ছাড়াই যেকোনও ওয়েবসাইটে ছবি যোগ করা বা গ্রাফিক ডিজাইনের জন্য ফটো ব্যবহার করার জন্য এটি নিম্ন-এবং উচ্চ মানের উভয় ফটোই সরবরাহ করে।
আপনার যদি বিনাখরচায় উচ্চ-মানের ফটোগুলোর একটি বিশাল অনলাইন সংগ্রহশালা দরকার হয় তবে অবিলম্বে Burst ওয়েবসাইটটি বুকমার্ক করতে পারেন।

9. KaboomPics

 

KaboomPics একটি বৈধভাবে চিত্তাকর্ষক ফটো স্টক উদ্যোগ। ইউআই (UI) নকশা থেকে শুরু করে বিশাল জলাশয় বা মহাকাশের ছবি পর্যন্ত আপনি নিজের প্রয়োজন মতো ফটো খুব সহজে খুঁজে পাবেন। কপিরাইট মুক্ত রয়্যাল ফটো স্টক সাইটগুলোর মধ্যে এটি অন্যতম একটি।
এটি একটি ইউনিক ওয়েবসাইট, কারণ এখানে আপনি আপনার পছন্দের কালার সিলেক্ট করে উক্ত কালারের ফটো সমূহ ডাউনলোড করতে পারবেন।
তাছাড়া ফটো স্টকের পাশাপাশি এই সাইটে বেশ ভাল মানের অসংখ্য ফ্রি ব্লগ রয়েছে, যেগুলো ফটোসুট থেকে শুরু করে যেকোন ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে।

10. Vintage Stock Photo

 

Freerange এর আরেকটি টিম একটি নতুন ফ্রি সাইট পরিচালনা করে যা ঐতিহাসিক ফটোগুলোতে বিশেষায়িত, যার নাম Vintage Stock Photo।
আগে এই সাইটে অর্থ প্রদানের মাধ্যমে উচ্চ-রেজোলিউশনের এসব ফটো ব্যবহার করতে হতো, তবে এখন আপনি কয়েক হাজার ডলার মূল্যমানের ঐতিহাসিক ছবিগুলি কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই যেকোন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
বর্তমান সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটো সহ ঐতিহাসিক প্রেক্ষাপটের ফটোর একটি বড় সংগ্রহশালা হলো Vintage Stock Photo। কপিরাইটমুক্ত এই ফটোগুলোর ব্যাপ্তি একাধিক দশক ব্যাপী এবং যুগে যুগে জীবনের দুর্দান্ত স্ন্যাপশট এই সাইট আপনাকে সরবরাহ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *