Blog

জিপিআরএস (GPRS) কি? জিপিআরএস এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা বা সীমাবদ্ধতা

1 min read

জিপিআরএস (GPRS) এর পূর্ণরূপ হলো – জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service)। অর্থাৎ, জেনারেল পকেট রেডিও সার্ভিস (General Pocket Radio Service) এর সংক্ষিপ্ত রূপ হলো – জিপিআরএস (GPRS)। এটি হলো একটি প্যাকেট অরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত ২ জি সেলুলার মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। এর মাধ্যমে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক জুড়ে তথ্য আদান-প্রদান করা যায়।

এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরণের ব্যবস্থা।এটি প্রতি সেকেন্ডে ১১৫ কিলোবিট হারে তথ্য সরবরাহ নিশ্চিত করে। এটি অনেক বড় সীমার মধ্যে থেকে বিভিন্ন ব্যান্ডউইথ সমর্থন করে। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে, ক্ষুদ্র তথ্য সরবরাহের জন্য এই ব্যবস্থা বিশেষভাবে কার্যকর।

জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের বৈশিষ্ট্য

জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের কয়েকটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো –

  • 2 G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে ৫৬-১১৪ ডাটা রেট প্রদান করে।
  • গুরুত্বপূর্ণ সময়ে তাৎক্ষণিকভাবে তথ্য গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা দিয়ে থাকে।
  • ওয়েব ব্রাউজার থেকে শুরু করে চ্যাট পর্যন্ত ডেক্সটপে যেসব অ্যাপ ব্যবহার করা হয় তার সবগুলোর সাথেই এটি কাজ করে।
  • এস এম এস, সেলুলারের মাধ্যমে পুশ টু টক, ইন্সট্যান্ট মেসেজিং,ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল, পয়েন্ট টু পয়েন্ট সার্ভিস ইত্যাদি সেবা GPRS এর মাধ্যমে পাওয়া যায়।
  • এর মাধ্যমে প্রতি মিনিটে ৩০ টি SMS পাঠানো যায়।
  • একে অনেক সময় 2.5 G নামেও ডাকা হয়।

জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের সুবিধা

  • Point to Point সুবিধা গ্রহণ।
  • নেট সার্ফিং, ই-মেইল গ্রহণ ও প্রেরণ করা যায়।
  • দ্রুত গতিতে টেক্সট ডকুমেন্ট, ফটোগ্রাফ, ইমেজ,অডিও, ই-মেইল ইত্যাদি পাঠানো যায়।
  • মোবাইল চ্যাটিং করা যায়।
  • অনলাইন গেইম খেলা যায়।
  • Point to Multiple সুবিধা গ্রহণ করা যায়।
  • সব সময় ইন্টারনেট এর সাথে যুক্ত থাকা যায়।

জিপিআরএস (GPRS) / জেনারেল পকেট রেডিও সার্ভিসের অসুবিধা বা সীমাবদ্ধতা

  • কেবলমাত্র সীমিত রেডিও রিসোর্স পাওয়া যায়।
  • এর মাধ্যমে সর্বোচ্চ 171.2 kbps স্পিড পাওয়ার কথা হলেও বাস্তবে এর চেয়ে কম পাওয়া যায়।
  • এটি এখনো ধীর গতির একটি প্রযুক্তি হিসেবে বিবেচিত।

তাহলে আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x