১) রেনাল করপাসল (Renal corpuscle, বা মালপিজিয়ান করপাসল বা মালপিজিয়ান বডি) : নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল করপাসল বলে। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যানস ক্যাপসুল (Bowman’s capsule) ও গ্লোমেরুলাস (glomerulus) নিয়ে গঠিত।

i. বোম্যানস ক্যাপসুল : রেনাল করপাসলে গ্লোমেরুলাস কৈশিক জালিকাগুচ্ছকে ঘিরে অবস্থিত ও আঁইশাকার এপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো প্রসারিত অংশকে বোম্যানস ক্যাপসুল বলে। এর গ্লোমেরুলাস সংলগ্ন স্তরকে ভিসেরাল স্তর, বহিঃপ্রাচীরকে প্যারাইটাল স্তর এবং দুই স্তরের মাঝখানে সংকীর্ণ গহ্বরকে ক্যাপসুলার স্পেস বলে। ভিসেরাল স্তরটি পোডোসাইট (Podocyte) নামক বিশেষ ধরনের প্রবর্ধনযুক্ত কোষে এবং প্যারাইটাল স্তর স্বাভাবিক আঁইশাকার এপিথেলিয়াল কোষ-এ নির্মিত।

ii. গ্লোমেরুলাস : বোম্যানস ক্যাপস্যুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনি থেকে সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনিকা (afferent arteriole)-বোম্যানস ক্যাপস্যুলে প্রবেশ করে এবং ৫০-৬০টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। কৈশিক জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে বহির্বাহী বা ইফারেন্ট ধমনিকা (efferent arteriorle) রূপে বোম্যানস ক্যাপসুল থেকে বের হয়ে আসে।

রেনাল করপাসল-এ রক্তের আল্ট্রাফিলট্রেশন ঘটে এবং রক্ত হতে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিসূত হয়ে গ্লোমেরুলারস ফিলট্রেট (glumerulars filtrate) হিসেবে বোম্যানস ক্যাপসুলে জমা হয়।

২) বৃক্কীয় নালিকা বা রেনাল টিউব্যুউল (Renal tubules) : এটি নেফ্রনের পশ্চাৎ অংশ এবং বোম্যানস ক্যাপসুলের পেছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহক নালি পর্যন্ত বিস্তৃত। প্রতিটি রেনাল টিউব্যুউল প্রায় ৩ সেন্টিমিটার লম্বা এবং গড় ব্যাস প্রায় ৬০ মাইক্রোমিটার।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.