Modal Ad Example
পড়াশোনা

মাউস কি? মাউসের কাজ। What is Mouse?

1 min read

মাউস কি? (What is Mouse in Bengali?)

মাউস হচ্ছে কম্পিউটারের এমন একটি ইনপুট যন্ত্র বা ডিভাইস যা হাত দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যবহারকারী তার হাতের তালুতে রেখে চেপে ধরে এটি ব্যবহার করে থাকে। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। তাই এর নাম মাউস রাখা হয়। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি কীবোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন। ১৯৮৪ সালে মেকিন্টোস কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়। মাউস সমতলে নাড়ালে মনিটরের পর্দায় একটি তীর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করতে দেখা যায়। একে কার্সর বলে। মাউস নড়াচড়া করে ইচ্ছামত কার্সরকে স্থানান্তর করা যায়। এছাড়াও মাউসের সাহায্যে পর্দায় লিখিত বিষয়, গ্রাফ, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণসহ আরাে নানা প্রকার কাজ করা যায়। একটি স্ট্যান্ডার্ড মাউসে দুটি বা তিনটি বাটন থাকে। সাধারণভাবে বাম পাশের বাটন ব্যবহার করা হয়। তবে ডান পাশের বাটনে কিছু অতিরিক্ত অপশন রয়েছে যা কিছু কিছু প্রোগ্রামে কাজ করার সময় ব্যবহার করা হয়। স্ক্রল বাটনযুক্ত মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে মনিটরে প্রদর্শনযোগ্য পৃষ্ঠাকে উপরে বা নিচে করে সহজেই দেখা যায়।

মাউসের কাজ (Functions of Mouse)

১. গ্রাফিক ড্রইং করা।
২. এর সাহায্যে অপারেটিং সিস্টেমের সকল কাজ করা যায়।
৩. এর সাহায্যে সরাসরি ডেস্কটপ থেকে প্রোগ্রামে প্রবেশ করা যায়।

কী-বোর্ড ও মাউসের পার্থক্য কি? (What is difference between Keyboard and Mouse in Bengali?)

কী-বোর্ড ও মাউসের পার্থক্য নিম্নরূপ :

কী-বোর্ড (Keyboard)

  • কী-বোর্ডের সাহায্যে ওয়ার্ড প্রসেসিং সহ যাবতীয় নির্দেশ কম্পিউটারে প্রদান করা যায়।
  • কী-বোর্ডের সাহায্যে গ্রাফিক্স ড্রইং করা কষ্টকর।
  • কার্সর কী চেপে মনিটরের পর্দায় কাজের স্থান নির্ধারণ করা হয়।
  • কী-বোর্ড সর্বোচ্চ ১০৪ টি বোতাম বা থাকে।
  • কী-বোর্ডের সাহায্যে শতকরা ৯৫ ভাগেরও বেশি তথ্য ও নির্দেশ প্রদানের কাজ সম্পাদন করা যায়।
  • কী-বোর্ড ছাড়া কম্পিউটার পরিচালনা করা অসম্ভব।

মাউস (Mouse)

  • মাউসের সাহায্যে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা যায় না।
  • মাউসের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে গ্রাফিক্স ড্রইং করা যায়।
  • মাউসের নিচে ছোট বল অথবা রশ্মি মাউস প্যাডের ওপর ঘুরিয়ে কাজের স্থান নির্ধারণ করা হয়।
  • মাউসে সর্বোচ্চ ৩টি বোতাম থাকে।
  • গ্রাফিক্স ড্রইং ও নির্দেশ প্রদান ছাড়া মাউসের দ্বারা কোন কাজ করা যায় না।
  • মাউস ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x