যৌথ মূলধনী কারবার ও সমবায় কারবার বলতে কি বুঝায়?

যৌথ মূলধনী কারবার হলো এমন একটি কারবার যা কিছু সংখ্যক ব্যক্তির যৌথ প্রতিষ্ঠান, যেখানে তারা কোনো কারবার করে তার লাভ-লোকসান ভোগ করার জন্য যৌথভাবে সাধারণ তহবিলে অর্থ প্রদান করে।

অপরদিকে, সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমঅধিকার ও সমদায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধন জোগান দেন, কারবার পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *