Blog
1 min read

পিটিসি (PTC) কি?

PTC এর পূর্ণরূপ হলো Paid To Click. পিটিসি হলো অদক্ষ লোকের জন্য আয় করার সবচেয়ে সহজ উপায়। তবে এই পদ্ধতিতে আপনাকে আয় করতে হলে আপনার অনেক ধৈর্য্যর প্রয়োজন হবে। এ পদ্ধতিতে আপনাকে নির্দিষ্ট একটা সাইটে রেজিস্ট্রেশন করার পর আপনাকে প্রতিদিন লগ ইন করে এদের দেয়া নির্দিষ্ট কিছু লিংকে বা অ্যাডে ক্লিক করতে হবে এবং প্রতিটি অ্যাডে ক্লিক করে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। এ পদ্ধতিতে আপনি সাইটের উপর নির্ভর করে, প্রতিটি অ্যাডে ক্লিক করার জন্য আপনাকে .০১ ডলার থেকে ০.০২ ডলার পর্যন্ত দিয়ে থাকে। সাধারণত আপনাদের একাউন্টে ১-৫ ডলার পূর্ণ হলে আপনারা অর্থ বিভিন্ন পদ্ধতিতে উত্তোলন বা উইথড্র করতে পারবেন। এ পদ্ধতিতে একটি সাইট এর সবগুলো এডে ক্লিক করতে আপনার ২-৫ মিনিট সময় লাগবে। তবে দিন দিন পিটিসি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠায় অনেক ফ্রড সাইট তৈরি হয়েছে। তাই বুঝে শুনে বিভিন্ন পিটিসি সাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

Rate this post