ক্যাপস্টান বা টারেট লেদ কি? টারেট লেদ এর প্রকারভেদ, বৈশিষ্ট্য ও সুবিধা
ক্যাপস্টান বা টারেট লেদ হল সেন্টার লেদেরই উন্নত সংস্করণ মাত্র। দ্রুত উৎপাদনের উদ্দেশ্যে ইঞ্জিন লেদের সামান্য পরিবর্তন তথা টেইল স্টকের পরিবর্তে টারেট বিশিষ্ট যে লেদ নির্মিত হয়েছে তাকে ক্যাপস্টান বা টারেট লেদ বলা হয়।
টারেট লেদ এর প্রকারভেদ
টারেট লেদ প্রধানত তিন প্রকার। যথা–
(ক) হরাইজন্টাল টাইপ (Horizontal)
(খ) ভার্টিক্যাল টাইপ (Vertical)
(গ) অটোম্যাটিক (Automatic)
টারেট লেদের বৈশিষ্ট্য
(ক) এটি তুলনামূলক বড়।
(খ) গঠন খুব মজবুত।
(গ) টারেট সরাসরি স্যাডেলে স্থাপন করা যায়।
(ঘ) হেভী ডিউটি কাজের জন্য অনুমােদিত।
(ঙ) কম্বাইন কাটে ব্যবহারযােগ্য।
টারেট লেদের সুবিধা
- টারেট লেদ ব্যাপক উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। কারণ একই স্টেশন থেকে মাল্টিপল কাট দেয়া সম্ভব।
- কম্পাউন্ড কাট দিতে সুবিধা হয়। কারণ ক্রস স্লাইডের উপর অবস্থিত ওটারেটে বাঁধা টুল একই সময়ে কাট দিতে পারে।
- মাল্টিপল ও কম্বাইন্ড কাটের জন্য এ লেদের গঠন যথেষ্ট মজবুত ও শক্তিশালী।
- সঠিক পর্যায়ক্রমে ব্যবহারের জন্য কাটিং টুলগুলােকে পূর্বেই সেট করে রাখা সম্ভব হয় বিধায় টুল পরিবর্তনশীল সময় কম ব্যয়িত হয়।