পড়াশোনা
0 min read

ল্যাকটোমিটার কি? এটা কিভাবে কাজ করে? What is Lactometer?

ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। এ যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব নির্ণয় করার মাধ্যমে বিশুদ্ধতা যাচাই করা হয়। বিশুদ্ধ দুধের ঘনত্ব ১.০৩ গ্রাম/সিসি। এ যন্ত্রে খাঁটি দুধের ঘনত্ব প্রকাশক একটি দাগ কাটা থাকে। দুধকে পরীক্ষা করতে হলে যন্ত্রটি দুধে ছেড়ে দেয়া হয়। তারপর সেই দাগের সাথে তুলনা করে দুধের বিশুদ্ধতা নির্ণয় করা যায়।

Rate this post