ক্লাচ (Clutch) কাকে বলে? ক্লাচের কাজ কি?
একটি চালিত শ্যাফটকে অন্য আরেকটি চালক শ্যাফটের সাথে ইচ্ছামাফিক সংযােজন ও বিচ্ছিন্ন করার জন্য যে যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় তাকে ক্লাচ (Clutch) বলে।
ক্লাচের কাজ
- চালনার উৎসকে বন্ধ না করে কোন মেশিন বা ঘূর্ণায়মান যান্ত্রিক অংশসমূহকে ইচ্ছামাফিক চালু অথবা বন্ধ করতে ব্যবহার করা হয়।
- কোন যান্ত্রিক অংশের ধ্রুব গতি, টর্ক বা শক্তি সংরক্ষণে কাজ করে।
- যান্ত্রিক অংশসমূহকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন, দ্রুত চালু, বন্ধ বা ক্রমশ চালু করতে ব্যবহৃত হয়।
- চালক ও চালিত শ্যাফটের মধ্যে পারিবহনজনিত ধাক্কা কমাতে ব্যবহার করা যায়।
- টর্ক সীমিতকরণের কাজে ব্যবহার করা যায়।