Modal Ad Example
Blogপড়াশোনা

Adobe Photoshop (এডোবি ফটোশপ) ও Adobe Illustrator (এডোবি ইলাস্ট্রেটর)

1 min read

কম্পিউটারে ডিজাইনিং ও গ্রাফিক্সের কাজের জন্য Adobe Photoshop (এডোবি ফটোশপ) ও Adobe Illustrator (এডোবি ইলাস্ট্রেটর) সারা পৃথিবীজুড়ে জনপ্রিয়। সফটওয়্যার দুটি তৈরি করেছে মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি এডোবি সিস্টেমস। ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো ফটোশপে সম্পন্ন করে থাকেন। ফটোগ্রাফাররা তাদের ছবি এডিট করেন ফটোশপে। এটি ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোস্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়। আর ইলাস্ট্রেট একটি ভেক্টর অঙ্কন পদ্ধতি। এর মাধ্যমে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। এটি ইলাস্ট্রেশন, কার্টুন, ডায়াগ্রাম, চার্ট এবং লোগো তৈরিতে ব্যবহৃত হয়।

 

এডোবি ফটোশপ কি? (What is Adobe Photoshop in Bengali/Bangla?)

কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়।

কম্পিউটার ছবি সম্পাদনার জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে এডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো-কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা রকম কাজ এডোবি ফটোশপ দিয়ে করা যায়।

এডোবি ইলাস্ট্রেটর কি? (What is Adobe Illustrator in Bengali/Bangla?)

এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার প্রোগ্রাম। এডোবি ফটোশপ প্রোগ্রামের সাহায্যে যেমন ডিজাইনের কাজ করার সুযোগ খুবই সীমিত, তেমনি এডোবি ইলাস্ট্রেটরে ছবি সম্পাদনার সুযোগ প্রায় নেই বললেই চলে। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ। আমাদের দেশে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি প্রকাশনার প্রচ্ছদ তৈরি করার জন্য শিল্পীরা এখন রঙ-তুলির ব্যবহার ছেড়ে দিয়েছেন বললেই চলে। এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেই এখন তারা প্রচ্ছদ তৈরির কাজ করে থাকেন। আমন্ত্রণপত্র, বিজ্ঞাপন ইত্যাদি ছোট-বড় কাজসহ বিভিন্ন আকারের পোস্টার, বিশাল আকারের ব্যানার, বিলবোর্ড ইত্যাদি তৈরির কাজ এখন ইলাস্ট্রেটর ছাড়া ভাবাই যায় না। কম্পিউটার ব্যবহার করে ডিজাইনের কাজ করার জন্য আরও অনেক প্রোগ্রাম রয়েছে। কিন্তু কাজের সুবিধা এবং বৈচিত্র্যের জন্য ইলাস্ট্রেটরের চাহিদা বেশি। এসব কারণে, ইলাস্ট্রেটর প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?

ক) ইমেজ ভিউয়ার

খ) এডোবি ফটোশপ

গ) অ্যাপল ফটোশপ

ঘ) ইমেজ এডিটর

সঠিক উত্তর : খ) এডোবি ফটোশপ

২। Adobe Photoshop নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা কোন এককে দেয়া থাকে?

ক) cm

খ) inch

গ) ft

ঘ) mm

সঠিক উত্তর : খ) inch

5/5 - (19 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x