কথাসাহিত্য, লোকসাহিত্য এবং নাটক বলতে কী বোঝায়?

কথাসাহিত্যঃ সাধারণভাবে কল্পনার ভিত্তিতে সৃষ্ট যেকোনো কাহিনী তথা সাহিত্যকে কথাসাহিত্য বলে। ইংরেজিতে একে বলা হয় Fiction। বর্তমানে কথাসাহিত্য বলতে উপন্যাস ও ছােটগল্পকেই বোঝায়।

লোকসাহিত্যঃ লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি। লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন।

লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।

নাটকঃ নাটক সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। নাটক শব্দটি উদ্ভূত হয়েছে ‘নট্’ ধাতু থেকে, যার অর্থ ‘নড়া-চড়া করা’। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *