Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. ‘পেশা’ কোন শব্দ থেকে উদ্ভূত?

ক. জার্মান খ. ফারসি

গ. ইতালীয় ঘ. আরবি

সঠিক উত্তর : খ

২. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?

ক. বস্তুগত    খ. আপেক্ষিক

গ. চূড়ান্ত    ঘ. বিমূর্ত

সঠিক উত্তর : খ

৩. পেশা বলতে বোঝায়— 

i. বিশেষ জ্ঞান, দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন কর্মীর কাজ

ii. বিশেষ নীতি ও মূল্যবোধ অনুসরণ করে কাজ করা

iii. প্রতিষ্ঠানের দায়িত্ব ও সামাজিক স্বীকৃতিসম্পন্ন কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. ii ও iii

গ. i ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪. পেশা ও বৃত্তির মধ্যে মূল মিলটি হলো উভয়ের—

ক. জীবিকা অর্জনের পথ রয়েছে

খ. কর্ম প্রতিষ্ঠান রয়েছে

গ. নীতি ও মুল্যবোধ আশ্রিত

ঘ. বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর

সঠিক উত্তর : ক

৫. মূল্যবোধ কী?

ক. রীতিনীতি

খ. আচরণের মানদণ্ড

গ. মানবরীতি

ঘ. মানব আচরণ

সঠিক উত্তর : খ

৬. মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে—

i. সচেতনতাবোধ

ii. বিশ্বাসবোধ

iii. দায়িত্ববোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৭. মাঝির কাজটিকে বৃত্তি বলা হয় কেন?

ক. তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নেই বলে

খ. সুসংগঠিত কাজ বলে

গ. সর্বদা কাজ করতে হয় বলে

ঘ. শারীরিক সামর্থ্যের প্রয়োজন নেই বলে

সঠিক উত্তর : ক

৮. গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?

ক. গণতন্ত্রের চর্চা করার জন্য

খ. ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য

গ. জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য

ঘ. গণতন্ত্র সম্পর্কে জানার জন্য

সঠিক উত্তর : খ

৯. কোনটি মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে?

ক. সামাজিক প্রগতি

খ. সামাজিক বিধিবিধান

গ. সামাজিক প্রতিষ্ঠান

ঘ. সামাজিক মূল্যবোধ

সঠিক উত্তর : ঘ

১০. প্রতিটি পেশাই পরিচালিত হয়—

i. বংশমর্যাদা দ্বারা

ii. নীতিমালা দ্বারা

iii. মূল্যবোধ দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১১. পেশাগত জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করে জীবিকা অর্জন করতে পারেন—

i. ডাক্তার

ii. আইনজীবী

iii. শিক্ষক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১২. কোন দেশে প্রথম সমাজকর্মী নিয়োগ দেওয়া শুরু হয়?

ক. যুক্তরাষ্ট্রে খ. ইংল্যান্ডে

গ. জাপানে ঘ. জার্মানিতে

১৩. সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয় কত সালে?

ক. ১৯০৫ সালে খ. ১৯৪২ সালে

গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭১ সালে

১৪. কোন কাজ বদলযোগ্য নয়?

ক. পেশাগত খ. বৃত্তিমূলক

গ. সেবামূলক ঘ. কল্যাণমূলক

১৫. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?

ক. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

১৬. কোন সংস্থা কর্তৃক সমাজকর্মের মূল্যবোধ নির্ধারিত হয়?

ক. IFSW খ. NASW

গ. ISWR ঘ. IER

১৭. সাধারণত সমাজকর্ম পেশা ও সমাজকর্মীদের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. মূল্যবোধ ও নীতিমালা

খ. উপাদান ও বৈশিষ্ট্য

গ. মূল্যবোধ ও উপাদান

ঘ. পদ্ধতি ও নীতিমালা

১৮. নিচের কোনটি চরম মূল্যবোধের উদাহরণ?

ক. ভোটাধিকার

খ. বাকস্বাধীনতা

গ. বৈষম্যহীনতা

ঘ. গণতান্ত্রিক অধিকার

১৯. প্রতি দেশেরই পেশাগত প্রতিষ্ঠান বিদ্যমান থাকে—

i. পেশার সামগ্রিক উন্নয়নের জন্য

ii. পেশাদার ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণের জন্য

iii. পেশার প্রচারের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২০. পেশার ইংরেজি প্রতিশব্দ ‘Profession’ কোন শব্দ থেকে এসেছে?

ক. গ্রিক খ. লাতিন

গ. জার্মানি ঘ. ফারসি

২১. লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজকর্মীরা সাধারণত সমাজকর্মের—

i. সনাতন পদ্ধতি ব্যবহার করে থাকেন

ii. মৌলিক পদ্ধতি ব্যবহার করে থাকেন

iii. সহায়ক পদ্ধতি ব্যবহার করে থাকেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. আধুনিক সমাজকর্ম সমাজের—

i. সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী

ii. সুষম উন্নয়নে বিশ্বাসী

iii. দ্রুত উন্নয়নে বিশ্বাসী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী? 

ক. ব্যক্তিস্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ

খ. পারিবারিক ও পেশাগত মূল্যবোধ

গ. পেশাগত ও জাতীয় মূল্যবোধ

ঘ. জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ

২৪. কোন মূল্যবোধ শাশ্বত ও অপরিবর্তনীয়? 

ক. ধর্মীয় খ. পারিবারিক

গ. জাতীয় ঘ. সামাজিক

২৫. মূল্যবোধের ধরন কী রূপ?

ক. একমাত্রিক খ. দ্বিমাত্রিক

গ. বিশেষ ঘ. বহুমাত্রিক

২৬. পারিবারিক মূল্যবোধ গড়ে ওঠে—

i. আইনের ভিত্তিতে

ii. ঐতিহ্যের ভিত্তিতে

iii. বিশ্বাসের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৭. পেশা সাধারণত কী রূপে হয়ে থাকে?

ক. বুদ্ধিবৃত্তিক

খ. জনকল্যাণমুখী

গ. সাহায্যকারী

ঘ. তাত্ত্বিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও

ফাহিম সাহেব ও জামাল সাহেব একই গ্রামের বাসিন্দা। দুজনই বর্তমানে যশোর থাকেন। ফাহিম সাহেব সরকারি অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত আর জামাল সাহেব কাজ করেন নিজ খামারে।

২৮. ফাহিম সাহেবের কাজকে কী বলা যাবে?

ক. পেশা খ. বৃত্তি

গ. ব্যবসা ঘ. সমাজকর্ম

২৯. জামাল সাহেবের কাজকে কী বলা যাবে?

ক. পেশা

খ. বৃত্তি

গ. সমাজকর্ম

ঘ. স্বেচ্ছাসেবী কর্ম

উত্তর :–

১১.ঘ; ১২.ক; ১৩.গ; ১৪.ক; ১৫.ঘ; ১৬.খ; ১৭.ক; ১৮.ঘ; ১৯.ক; ২০.খ; ২১.গ; ২২.ক; ২৩.ক; ২৪.ক; ২৫.ঘ; ২৬.খ; ২৭.খ; ২৮.ক; ২৯.খ

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x