মহাসাগর কাকে বলে? মহাসাগর কয়টি ও কি কি? Ocean in Bangla

মহাসাগর কাকে বলে? (What is called Ocean?)
অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই মহাসাগর বা মহাসমুদ্র বলে। মহাসাগর পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭০.৯% স্থান দখল করে আছে। অর্থাৎ পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্থল রয়েছে।

একভাগ স্থলের মধ্যে ৭টি মহাদেশ রয়েছে। এবং বাকি অংশ জলে পরিপূর্ণ। এই জলটিকেই বিভিন্ন মহাসাগরে ভাগ করা হয়েছে। এবং আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে, একটি উম্নুক্ত বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ জায়গায় জল জমা হয়ে থাকলেই তা মহাসাগর হয়ে যায়।

মহাসাগরের অর্ধেকেরও বেশি জায়গার গড় গভীরতা ৩,০০০ মিটার বা ৯,৮০০ বর্গফুটেরও বেশি।

মহাসাগর কয়টি ও কি কি?

বিজ্ঞানীরা পৃথিবীর জলরাশিকে আলাদা আলাদা পাঁচটি ভাগে ভাগ করেছেন এবং আলাদা আলাদা নাম দিয়েছেন। এটিকেই পাঁচটি মহাসাগর হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ বিশ্বে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। সেগুলি হলো–
১. প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
২. আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean)
৩. ভারত মহাসাগর (Indian Ocean)
৪. উত্তর বা সুমেরু মহাসাগর (Arctic Ocean)
৫. দক্ষিণ বা কুমেরু মহাসাগর (Southern Ocean)

মহাসাগর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Ocean related question and answer)

সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হলো দক্ষিণ মহাসাগর।

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।

মহাসাগরের ইংরেজি নাম কি?
উত্তরঃ The ocean।

পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?
উত্তরঃ ক্যাস্পিয়ান সাগর।

পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?
উত্তরঃ বৈকাল হ্রদ।

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল হ্রদ।

পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কী?
উত্তরঃ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন বদ্বীপ।

পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তরঃ অ্যামাজন নদী অববাহিকা।

পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী?
উত্তরঃ গ্রিনল্যান্ড।

পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ নীলনদ।

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ অ্যামাজন নদী।

পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কী?
উত্তরঃ রো নদী।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উত্তরঃ ভেনেজুয়েলার আঞ্জেল জলপ্রপাত।

পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি?
উত্তরঃ চিনের জিনপিং বাঁধ।

পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী?
উত্তরঃ চিনের থ্রি জর্জ বাঁধ।

আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
উত্তরঃ ভিক্টোরিয়া জলপ্রপাত।

এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ ইয়াংসি কিয়াং নদী।

ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ ভলগা নদী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *