নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি?
নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য নিচে দেওয়া হলো-
নিয়মিত প্রতিফলন
- মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
- নিয়মিত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে।
- এ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল।
- প্রতিফলনের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়।
বিক্ষিপ্ত প্রতিফলন
- অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে।
- বিক্ষিপ্ত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান থাকে না।
- এ প্রতিফলনে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয়।
- প্রতিফলনের পর অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয় না।