যে লেন্সের একটি তল উত্তল ও অপর তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে।
আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন?
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোর এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমরা জানি, আলো একটি নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমে সরলরেখায় চলে। কিন্তু আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন সাথে সাথে এটি মাধ্যমের ঘনত্ব অনুসারে এর দিক পরিবর্তন করে। এর ফলে আলো ভিন্ন মাধ্যমে এর গতিপথ পরিবর্তন করে।